Redmi Note 12 5G ফোনে Flipkart-এর ব্যাপক ছাড়, মাত্র ₹650 দামে 19,000 টাকার হ্যান্ডসেট
Redmi Note 12 5G ফোনটির দাম ফ্লিপকার্টে এখন 18,999 টাকা। এই ফোনের উপরে প্রাথমিক ভাবে আপনাকে 21% ছাড় দেওয়া হবে। তার ফলে এই রেডমি হ্যান্ডসেট ক্রয় করতে আপনার খরচ হবে 14,999 টাকা। সেই সঙ্গেই আবার রয়েছে একাধিক ব্যাঙ্ক অফার।
Redmi Note 12 5G Flipkart Offer: ফোনটা বদলানোর সময় এসে গিয়েছে। প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে আপনি যদি পুরনো ফোনটাই এখনও ব্যবহার করে যান, তাহলে কিন্তু একাধিক বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে। তাই, বদলে নিন পুরনো ফোনটা। সুখবরটা হল, আপনি যদি এখনই ফোন কিনতে যান, তাহলে Flipkart আপনাকে চমৎকার অফার দিচ্ছে। Exchange Offer-এ আপনার পুরনো ফোনটাই বদলে একটা নতুন ফোন কিনতে পারবেন। আর তার জন্য Flipkart আপনাকে মোটা টাকার ছাড় দেবে। তবে হ্যাঁ, সেই অফার আপনি পাবেন নির্দিষ্ট একটা ফোনের ক্ষেত্রেই। হতে পারে, সেই ফোনটাই হয়তো আপনি এতদিন ধরে কেনার পরিকল্পনা করছিলেন। জানেন, কী নাম সেই ফোনের? সেই ফোনটা হল Redmi Note 12 5G। এই ফোনে আপনি কত টাকার ছাড় পাবেন, ফোনে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Redmi Note 12 5G: কত টাকা ছাড় পাবেন Flipkart-এ
Redmi Note 12 5G ফোনটির দাম ফ্লিপকার্টে এখন 18,999 টাকা। এই ফোনের উপরে প্রাথমিক ভাবে আপনাকে 21% ছাড় দেওয়া হবে। তার ফলে এই রেডমি হ্যান্ডসেট ক্রয় করতে আপনার খরচ হবে 14,999 টাকা। সেই সঙ্গেই আবার রয়েছে একাধিক ব্যাঙ্ক অফার। Flipkart Axis Bank কার্ডের সাহায্যে পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন 5% পর্যন্ত ক্যাশব্যাক। আবার ICICI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহারে আপনি পেয়ে যাবেন 1,000 টাকা পর্যন্ত ছাড়।
Redmi Note 12 5G: ফ্লিপকার্টের এক্সচেঞ্জ অফার
এবার সবথেকে বড় অফারটি আপনি পেয়ে যাবেন পুরনো ফোনটা এক্সচেঞ্জ করলে। আপনার পুরনো হ্যান্ডসেটটা যদি Flipkart-কে দিয়ে দেন, তাহলে 13,850 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তবে যে ফোনটা আপনি বদলাবেন, তার পরিস্থিতি ভাল হতে হবে। ফোনের ডিসপ্লে থেকে শুরু করে বডিতে যাতে কোনও স্ক্র্যাচ না থাকে, সেই দিকটা নিশ্চিত করতে হবে আপনাকে। আর তাহলেই আপনি মাত্র 650 টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন।
Redmi Note 12 5G: স্পেসিফিকেশন, ফিচার
* রেডমির এই 5G স্মার্টফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে।
* ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনে, যার প্রাইমারি সেন্সর 50MP।
* সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
* রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি।
* পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি স্ন্যাপড্রাগন 685 প্রসেসরের সাহায্যে।