Holi Sale: হোলির বিশেষ সেল, 25,999 টাকার Poco X5 Pro মাত্র 2,999 টাকায়, Flipkart-এর দুর্ধর্ষ অফার

Holi উপলক্ষে Flipkart একটি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। সেই ফোনের নাম Poco X5 Pro। Holi Sale-এ ফ্লিপকার্ট থেকে এই ফোনটি আপনি মাত্র 2999 টাকায় ক্রয় করতে পারবেন। কীভাবে তা সম্ভব, জেনে নেওয়া যাক।

Holi Sale: হোলির বিশেষ সেল, 25,999 টাকার Poco X5 Pro মাত্র 2,999 টাকায়, Flipkart-এর দুর্ধর্ষ অফার
Flipkart সেলে ব্যাপক ছাড়ে Poco X5 Pro।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 5:18 PM

Poco X5 Pro OFFER Price: দেখতে-দেখতে হোলিও এসে গেল। আর এই হোলি উপলক্ষ্যেই বিভিন্ন ব্র্যান্ড তাদের স্মার্টফোনে অফার দিয়ে থাকে। সেই সঙ্গেই আবার একাধিক ই-কমার্স প্ল্যাটফর্মেও বিভিন্ন স্মার্টফোনের উপরে থাকে আকর্ষণীয় ছাড়। Holi উপলক্ষে Flipkart একটি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। সেই ফোনের নাম Poco X5 Pro। ব্যাপক ছাড়ে এই ফোনটি আপনি ক্রয় করতে পারেন। সেই সঙ্গেই আবার রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার থেকে শুরু করে এক্সচেঞ্জ ডিসকাউন্ট। এই Poco স্মার্টফোনটি আপনি কত কম দামে কিনতে পারেন, জানেন? Holi Sale-এ ফ্লিপকার্ট থেকে এই ফোনটি আপনি মাত্র 2999 টাকায় ক্রয় করতে পারবেন। এখন কীভাবে এত কম দামে আপনি একটা ফোন কিনতে পারবেন, তা-ই জেনে নেওয়া যাক।

Poco X5 Pro: ডিসকাউন্ট

এমনিতে Poco X5 Pro ফোনের 128GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা। তবে ফ্লিপকার্ট থেকেই এই ফোন আপনি মাত্র 2,999 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ, আপনি 23,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। আর তা একমাত্র Holi Offers-এর জন্যই। এই ফোনের উপরে প্রাথমিক ভাবে ফ্লিপকার্ট আপনাকে 3,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেবে। তবে অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফারের মতো একাধিক ছাড়।

Poco X5 Pro: এক্সচেঞ্জ অফার

Poco X5 Pro ফোনের উপরে Flipkart বিরাট এক্সচেঞ্জ বোনাস অফার করছে। আপনার পুরনো ফোনটা বদলে যদি নিজেকে একটা Poco X5 Pro মডেলে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে 20,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তবে সে ক্ষেত্রে আপনি যে ফোনটা বদলাবেন, তার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে। এই সব অফার মিলিয়ে Poco X5 Pro ফোনটি আপনি পেয়ে যেতে পারেন মাত্র 2,999 টাকায়। এই অফার ফোনের প্রতিটি মডেলেই পেয়ে যাবেন। Poco X5 Pro-র 128GB মডেলটি ক্রয় করতে যদি আপনার 2,999 টাকা খরচ হয়, তাহলে এই ফোনের 256GB মডেলটি কিনতে আপনার খরচ হবে 4,999 টাকা।

Poco X5 Pro: স্পেসিফিকেশন, ফিচার

Poco X5 Pro স্মার্টফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9, অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লেটি ডলবি ভিশন, HDR10+ এবং 900 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে Snapdragon 778G প্রসেসরের সাহায্যে। প্রসেসরটি পেয়ার করা রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে MIUI 14 অপারেটিং সিস্টেম।

Poco X5 Pro ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি 108MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 2MP ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

এছাড়া এই ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, মাত্র 45 মিনিটের মধ্যেই ফোনটি সম্পূর্ণ রূপে চার্জ হতে পারে।