গুগলের নতুন স্মার্টফোন গুগল পিক্সেল ৫এ লঞ্চ হয়েছে। এই ৫জি ফোনের ডিজাইন আগের পিক্সেল ৪এ ৫জি ফোনের মতোই। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৪এ ৫জি ফোন। পুরনো এবং দুই ফোনের বেশিরভাগ ফিচারও একই রয়েছে। নতুন ফোনের দাম কিছুটা কম রাখার জন্য সামান্য কিছু পরিবর্তন হয়েছে। আগের ফোনের তুলনায় গুগল পিক্সেল ৫এ ৫জি ফোনে রয়েছে সামান্য বড় ডিসপ্লে। ধুলোবালি এবং জলের ক্ষেত্রে এই ফোন রেজিসট্যান্ট। এছাড়াও গুগলের নতুন স্মার্টফোনের ব্যাটারিও আগের তুলনায় বড়। এই ফোনের বাক্সে চার্জার সমেত ডেলিভারি দেওয়া হবে গ্রাহকদের। অন্যদিকে, গুগলের স্মার্টফোন সিরিজ পিক্সেল ৬ আসতে শুরু করেছে। সেখানে ফোনের বক্সে কোনও চার্জার থাকবে না বলে শোনা গিয়েছে।
গুগল পিক্সেল ৫এ ৫জি ফোনের দাম কত?
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪৯ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৩,৪০০ টাকা)। Mostly Black- এই একটিই রঙে পাওয়া যাবে গুগলের নতুন স্মার্টফোন। আমেরিকা আর জাপানে প্রি-অর্ডার শুরু হয়েছে। এই দুই দেশেই আপাতত বিক্রি হবে গুগল পিক্সেল ৫এ ৫জি ফোন। ২৬ অগস্ট থেকে শুরু হবে এই ফোনের সেল। ভারতে আপাতত এই ফোন লঞ্চ হবে না বলেই শোনা গিয়েছে।
গুগল পিক্সেল ৫এ ৫জি ফোনের বিভিন্ন ফিচার-
আরও পড়ুন- Best Camera Phones: বিশ্ব ফটোগ্রাফি দিবসে রইল ঝাঁ চকচকে ক্যামেরা ফিচার যুক্ত স্মার্টফোনের তালিকা