Honor 90-র দেখা মিলল অ্যামাজ়নে, সেপ্টেম্বরে ভারতের বাজারে
Honor 90 ভারতে লঞ্চ করা হতে পারে 35,000 টাকার মধ্যে। এখন সত্যিই যদি এই দামে ফোনটি দেশের বাজারে লঞ্চ হয়, তাহলে OnePlus Nord 3 5G, iQoo Neo 7 Pro এবং Poco F5 5G এর মতো একাধিক স্মার্টফোনের সঙ্গে জোরদার টক্কর দেবে Honor 90।
Honor ভারতের বাজারে কামব্যাক করছে। চিনা ব্র্যান্ডটি একসময় ভারতের বাজারে দাপিয়ে ব্যবসা করত। একের পর এক চমৎকার স্মার্টফোন লঞ্চ করে দেশের মানুষের মনে পাকা জায়গা করে নিয়েছিল Honor। কিন্তু একটা সময় ব্র্যান্ডটি ভারতের বাজারে স্মার্টফোন বিক্রি করা বন্ধ করে দেয়। সেই Honor নতুন ফোন নিয়ে আসছে ভারতে। বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গেল Amazon-এ সংস্থার প্রোডাক্ট লিস্টিং থেকে। Honor 90 ফোনটি দিয়েই ভারতের বাজারে নতুন করে ব্যবসা শুরু করতে চলেছে চাইনিজ় ব্র্যান্ডটি। যদিও প্রোডাক্ট লিস্টিং থেকে ফোন সম্পর্কিত খুটিনাটি তথ্যগুলি জানা যায়নি। কেবল এটুকু নিশ্চিত হওয়া গিয়েছে, ফোনটি অ্যামাজ়নেই বিক্রয় করা হবে। প্রসঙ্গত, তিন বছর আগে Honor ভারতে শেষবারের মতো তাদের কোনও হ্যান্ডসেট বিক্রি করেছিল।
দ্য মোবাইল ইন্ডিয়ানের একটি রিপোর্ট অনুযায়ী, Honor 90 ভারতে লঞ্চ করা হতে পারে 35,000 টাকার মধ্যে। এখন সত্যিই যদি এই দামে ফোনটি দেশের বাজারে লঞ্চ হয়, তাহলে OnePlus Nord 3 5G, iQoo Neo 7 Pro এবং Poco F5 5G এর মতো একাধিক স্মার্টফোনের সঙ্গে জোরদার টক্কর দেবে Honor 90। এদিকে চিনে যখন Honor 90 লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম শুরু হচ্ছিল CNY 2,499 বা ভারতীয় মুদ্রায় 29,000 টাকা থেকে। এই দাম ধার্য করা হয়েছে ফোনের এক্কেবারে বেস মডেল তথা 12GB RAM ও 256GB স্টোরেজ মডেলের জন্য। তাহলে কি ভারতেই ফোনটির দাম একটু বাড়িয়ে লঞ্চ করা হবে? উত্তর মিলবে, এই সেপ্টেম্বরেই যখন আনুষ্ঠানিক ভাবে Honor 90 লঞ্চ করা হবে। কিন্তু, ফিচার্স কেমন হতে পারে?
Honor 90: ফিচার্স ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Honor 90-র চিনা মডেলের মতো যদি ভারতীয় ভার্সনেরও ফিচার্স ও স্পেক্স এক হয়, তাহলে সেই ফোনে থাকতে পারে:-
6.7 ইঞ্চির একটি ডিসপ্লে থাকছে, যা ঝকঝকে পরিষ্কার পিকচার কোয়ালিটি দিতে পারে। এই স্ক্রিন অত্যন্ত দ্রুততার সঙ্গে রিফ্রেশ করতে পারে। অত্যন্ত উজ্জ্বল এই স্ক্রিন আউটডোরে ব্যবহারের জন্যও চমৎকার।
ফোনের অন্দরে থাকছে আসল জিনিস, যা তার মস্তিষ্ক বা প্রসেসর। Snapdragon 7 Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে ফোনটি। অত্যন্ত দ্রুত কাজ করতে পারে ফোনটি, একসঙ্গে একাধিক কাজ করতে ওস্তাদ। প্রসেসরটি পেয়ার করা থাকছে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
ফটোগ্রাফির জন্যও দুর্দান্ত ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 200MP ক্যামেরা। নিখুঁত ছবি তুলতে পারদর্শী এই ক্যামেরাটি। এছাড়া থাকছে একটি ওয়াইড-অ্যাঙ্গেল এবং আর একটি ডেপথ্ সেন্সর, যা আপনার তোলা ছবিগুলিকে আরও চমকপ্রদ করে তুলবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনেই রয়েছে একটি 50MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
এখন এই এত্তসব ফিচার আপনি যদি ব্যবহার করতে চান, তাহলে তো ভাল ব্যাটারি ব্যাকআপেরও প্রয়োজন। তাই না? তার জন্যই Honor 90-তে রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh। এছাড়া অত্যন্ত দ্রুততার সঙ্গে ফোনটি চার্জও হতে পারে।