হাই স্পিড 5G নেটওয়ার্ক চলে এল iPhone-এ, সেটিংসে এই বদলগুলি করলেই কেল্লাফতে!
Latest Tech News: এতদিন পরিষেবা পাচ্ছিলেন কেবল অ্য়ান্ডরয়েড (Android) ইউজাররা। তবে কথা রেখেছে টেক জায়ান্ট সংস্থা Apple। আইফোনগুলিতে Airtel ও Jio- এই দুই সংস্থার সিম থাকলে আপাতত 5G নেটওয়ার্ক পাওয়া যাবে বলে জানিয়েছে Apple।

iPhone 5g Connections: আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। চলতি বছরের অক্টোবরে ভারতের প্রায় সব বড় শহরে 5G নেটওয়ার্ক পরিষেবা চালু হলেও আইফোনে (iPhone) 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারছিলেন না অনেক মানুষ। পরিষেবা পাচ্ছিলেন কেবল অ্য়ান্ডরয়েড (Android) ইউজাররা। তবে কথা রেখেছে টেক জায়ান্ট সংস্থা Apple। আইফোনগুলিতে Airtel ও Jio- এই দুই সংস্থার সিম থাকলে আপাতত 5G নেটওয়ার্ক পাওয়া যাবে বলে জানিয়েছে Apple।
ভারতে আইফোন ব্যবহারকারীরা এখন নতুন ভার্সন iOS 16.2 সফটওয়্যার আপডেট করলে 5G নেটওয়ার্কের সুবিধা পাবেন। সংশ্লিষ্ট সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, 2020 বা তারপরে লঞ্চ হওয়া সমস্ত আইফোনে এখন 5G ব্যবহার করা যাবে। জনপ্রিয় টেলিকম সংস্থা Jio ইতিমধ্যে iPhone 12 সহ অন্যান্য সব আইফোন মডেলের জন্য অফারের ঘোষণাও করেছে। ফলে বিনামূল্যে আনলিমিটেড ডেটার সুবিধাও থাকছে।
প্রসঙ্গত, আপনি যদি Jio বা Airtel-র গ্রাহক হন এবং আপনার এলাকায় যদি 5G পরিষেবা উপলব্ধ থাকে, তবেই আপনি এই সুবিধা পেতে পারেন।
আইফোনে কী পদ্ধতিতে 5G অ্যাক্টিভেট করবেন?
ফোনে iOS 16.2 ইনস্টল শেষ হলে প্রথমে Settings অপশন খুলবেন এবার Mobile Data ওপেন করে Mobile Data Options সিলেক্ট করবেন তারপর Voice and Data অপশন সিলেক্ট করবেন। এখানে 5G Auto ও 5G on অপশনের মধ্যে যেকোনও একটি সিলেক্ট করবেন। তবে জেনে রাখা ভাল, 5G on অপশন সিলেক্ট করলে সম্ভবত বেশি ব্যাটারি খরচ হতে পারে। এবার Back-এ গিয়ে Data Mode বাটনে ক্লিক করবেন। এখানে Allow More Data on 5G অপশন থাকলে সেটি সিলেক্ট করুন। এই অপশন চালু করলে WiFi-এর বদলে 5G নেটওয়ার্কের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট পাবেন। তবে অ্যাক্টিভেটের পরও আইকন না দেখতে পেলে, ফোনের সেটিংস অপশনে গিয়ে SIM সেটিংসে গিয়ে 5G নেটওয়ার্ক সিলেক্ট করুন। তারপর হাই স্পিড ইন্টারনেট সার্ফিংয়ের আনন্দ নিন।
