Pixel থেকে iPhone, সমস্ত প্রিমিয়াম ফ্লাগশিপ ফোনে অবিশ্বাস্য ছাড়, দেখুন দাম
Flagship Smartphone Offers: আপনাকে এমন কিছু প্রিমিয়াম স্মার্টফোনের কথা জানানো হবে, যা আপনি অনেক কম দামে কিনতে পারবেন। আর এই সব অফারই আপনি ই-কমার্স সাইট Flipkart-এ পাবেন। তবে কেনার আগে বিভিন্ন সাইটে দামের তুলনা করে দেখবেন। দেখে নিন সেই স্মার্টফোনের তালিকা।

পকেট ভর্তি থাকলে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকা থেকে নিজের পছন্দ মতো একটি ফোন কিনে ফেলা যায়। কিন্তু ইচ্ছে কার না থাকে। অনেকেই এমন আছেন, যারা প্ল্যান করেও কিনে উঠতে পারেন না একটি দুর্দান্ত প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে আপনার জন্য একটি সুখবর আনা হল। আপনাকে এমন কিছু প্রিমিয়াম স্মার্টফোনের কথা জানানো হবে, যা আপনি অনেক কম দামে কিনতে পারবেন। আর এই সব অফারই আপনি ই-কমার্স সাইট Flipkart-এ পাবেন। তবে কেনার আগে বিভিন্ন সাইটে দামের তুলনা করে দেখবেন। দেখে নিন সেই স্মার্টফোনের তালিকা।
Apple iPhone 14
এই Apple ফোনটির আসল দাম 69,990 টাকা, যা আপনি অনলাইনে মাত্র 61,999 টাকায় কিনতে পারবেন। এই দামে আপনি APPLE iPhone 14-এ 128GB স্টোরেজ পাবেন। এছাড়াও, আপনি এই ফোনে 39,150 টাকার এক্সচেঞ্জ অফারও পাবেন। এতে আপনার পুরনো ফোনটি দিতে হবে। তারপরেই আপনি বিরাট টাকা ছাড় পাবেন।
Google Pixel 6a
Google Pixel 6A ফোনের আসল দাম 43,999 টাকা, যা আপনি মাত্র 34,499 টাকায় কিনতে পারবেন। এই Google ফোনে রয়েছে 6GB RAM এবং 128GB স্টোরেজ। এছাড়াও আপনি ব্যাঙ্ক অফ বরোদা কার্ডে 10 শতাংশ ছাড় পেয়ে যাবেন।
Redmi Note 12 Pro 5G
এই Redmi ফোনটির আসল দাম 27,999 টাকা, তবে আপনি মাত্র 21,999 টাকায় কিনতে পারবেন। এই Redmi ফোনটিতে 6GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও আপনি Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ফোনে 5 শতাংশ ছাড় পাবেন।
Nothing Phone (1)
Nothing-এর এই ফোনটি Flipkart-এ 37,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে, তবে আপনি এই ফোনটি 29,999 টাকায় কিনতে পারবেন। নাথিং ফোনে (1) আপনি 8GB RAM এবং 128GB স্টোরেজ পাবেন। এছাড়াও আপনি Flipkart Axis Bank কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন।
Realme 11 pro 5g
Realme-এর এই ফোনে আপনি 12GB RAM এবং 256GB স্টোরেজ পেয়ে যাবেন। এই Realme ফোনের আসল দাম 30,999 টাকা, যা আপনি মাত্র 27,999 টাকায় কিনতে পারবেন। এই ফোন কেনার সময় আপনি যদি Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে 5 শতাংশ ছাড় পাবেন।
