Infinix Hot 20S লঞ্চ হয়ে গেল, 50MP ক্যামেরা + 120z ডিসপ্লে, দাম মাত্র 12,200 টাকা
Infinix Hot 20S-এ পারফরম্যান্সের দিক থেকে রয়েছে একটি মিডিয়াটেক চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। Infinix Hot 20S ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।
Infinix একটি নতুন বাজেট স্মার্টফোন নিয়ে হাজির হল। সেই নতুন ফোনটি সংস্থার Hot Series-এ লঞ্চ করা হয়েছে। সেই Infinix Hot 20S-এ পারফরম্যান্সের দিক থেকে রয়েছে একটি মিডিয়াটেক চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। Infinix Hot 20S ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।
Infinix Hot 20S: দাম ও উপলব্ধতা
Infinix Hot 20S ফোনটি আপাতত ফিলিপাইন্সের মার্কেটের জন্য লঞ্চ করা হয়েছে। একটিই মাত্র ভ্যারিয়েন্টে ফোনটি হাজির হয়েছে সে দেশে। সেই 8GB/128GB মডেলের দাম PHP 8,499 বা ভারতীয় মুদ্রায় প্রায় 12,200 টাকা। তবে এই ফোনটি কবে নাগাদ ভারতে লঞ্চ হবে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সংস্থাটি ভারতে Infinix Hot 20 5G এবং Hot 20 Play এই ফোন দুটি ভারতে লঞ্চ করতে চলেছে 1 ডিসেম্বর।
Infinix Hot 20S: স্পেসিফিকেশন, ফিচার
পারফরম্যান্সের দিক থেকে Infinix Hot 20S চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G96 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এই স্টোরেজ আবার মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। পাশাপাশি ভার্চুয়াল ইন-বিল্ট স্টোরেজ থেকে 5GB অব্যবহৃত স্টোরেজ RAM হিসেবে কাজে লাগানো যেতে পারে। Infinix Hot 20S-এর আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার ইম্প্রুভড কুলিং সিস্টেম।
এই হ্যান্ডসেটে 6.78 ইঞ্চির FHD+ IPS TFT ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 120Hz। ইনফিনিক্সের তরফ থেকে বলা হচ্ছে, ডিসপ্লেটিতে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট রয়েছে, যা 60Hz, 90Hz এবং 120Hz এর মধ্যে স্কেল করতে দেবে, বা অটো-সুইচ মোডও ব্যবহার করতে দেবে। ফোনের স্ক্রিনে রয়েছে পাঞ্চ হোল কাট-আউট, সেখানেই সেলফি ক্যামেরার জন্য 8MP সেন্সরটি দেওয়া হয়েছে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা এবং দুটি 2MP সেন্সর, যাদের একটি ডেপথ সেন্সর এবং অপরটি ম্যাক্রো লেন্স। ফোনের পিছনে রয়েছে কোয়াড-LED ফ্ল্যাশ এবং সামনে একটি ডুয়াল-LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। Infinix Hot 20S ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সনিক ব্লু, টেম্পো ব্লু, ফ্যান্টাসি পার্পল এবং লাইট-রাইডার হোয়াইট এই কয়েকটি রঙে পাওয়া যাবে Infinix Hot 20S।