iPhone 13 And iPhone 12 Offers: কম দামি অ্যান্ড্রয়েড ফোনের মূল্যে আইফোন! এই সব অফার মিস করা যাবে না

iPhone Offers: এ যাবৎ কালের সবথেকে সেরা অফার মিলছে আইফোনে। তবে সবথেকে কম দামে পেয়ে যাবেন আইফোন ১২ ও আইফোন ১৩। কত কম দামে, জেনে নিন।

iPhone 13 And iPhone 12 Offers: কম দামি অ্যান্ড্রয়েড ফোনের মূল্যে আইফোন! এই সব অফার মিস করা যাবে না
আইফোন ১২ ও আইফোন ১৩
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 11:52 AM

বছর ঘুরতে চলল। আর এমনই এক সময়ে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি একাধিক আকর্ষণীয় সেল নিয়ে হাজির হয়। সেই সব সেলে হরেক ব্র্যান্ডের স্মার্টফোনে থাকে দুর্দান্ত ছাড়। তবে সচরাচর এই ধরনের সেলে আইফোনে বিশেষ কিছু ছাড় মেলে না। এবার সেই আইফোনেই দেওয়া হচ্ছে তাক লাগানো ছাড়। যদিও এই অফার উপলব্ধ হতে চলেছে কেবল মাত্র আমেরিকার মার্কেটের জন্যই। একাধিক ব্যাঙ্কের অফার, ই-কমার্স প্ল্যাটফর্মের অফার – সব মিলিয়ে আইফোনে দুর্দান্ত ডিল অফার পাওয়া যাচ্ছে।

এই তো হাতেগোনা কয়েক দিন আগেই লঞ্চ হয়েছিল আইফোন ১৩। সে দেশে ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আইফোন ১৩ মিনি ফোনের দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে। আবার আইফোন ১৩-র ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে ৭০০ মার্কিন ডলার থেকে। এতো না হয় গেল আইফোন ১৩ সিরিজের বিভিন্ন মডেলের অফার। এছাড়া আরও একাধিক আইফোন মডেলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন। কত কম দামে আপনি আইফোনের বিভিন্ন মডেল কিনতে পারবেন, এক নজরে দেখে নেওয়া যাক।

আমেরিকায় আইফোনের এই সব ডিল মিস করা যাবে না

আইফোন ১৩ (Verizon) – ভেরিজ়োনে আনলিমিটেড প্ল্যান অফার করা হচ্ছে। আর সেই প্ল্যাটফর্ম থেকেই আপনি ট্রেড ইন প্রোগ্রামে ১৫০০ মার্কিন ডলার পর্যন্ত ছাড় পেতে পারেন।

আইফোন ১৩ প্রো (AT&T) – এই প্ল্যাটফর্ম থেকে ট্রেড-ইন প্রোগ্রামের আওতায় আনলিমিটেড প্ল্যান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আইফোন ১৩ প্রো।

আইফোন ১১ (Verizon) – ভেরিজ়োনের ফ্রি এবং আনলিমিটেড প্ল্যানে সম্পূর্ণ বিনামূল্যে আইফোন ১১ কেনার সুযোগ রয়েছে।

আইফোন ১২ (AT&T) – AT&T$0 w/ ট্রেড-ইন পোগ্রামে বিনামূল্যে কিনতে পারবেন আইফোন ১২।

মিন্ট মোবাইলে আইফোনের সব মডেল – প্রতি মাসে ১৫ মার্কিন ডলার খরচ করে কিনতে পারেন যে কোনও আইফোন মডেল।

ক্রিকেট আইফোন ডিল – নতুন কানেকশন নিলেই যে কোনও আইফোন মডেল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

অন্যান্য ডিল

* আইফোন ১২ (পার্পল) মডেলে ৭০০ মার্কিন ডলার পর্যন্ত ছাড় দিচ্ছে AT&T (ট্রেড-ইন)।

* আইফোন ১১ প্রো (২৫৬জিবি) মডেলে মিলছে ৫০ শতাংশ ছাড় AT&T থেকে (ট্রেড-ইন নয়)।

* ভেরিজ়োনের নতুন কানেকশন নিলে বা আলিমিটেড প্ল্যান গ্রহণ করলে আইফোন এসই পেয়ে যাবেন বিনামূল্যে।

* আইফোন ১২ মডেলে ৮৩০ মার্কিন ডলার ছাড় দিচ্ছে টি-মোবাইল। এই অফার উপলব্ধ হবে নতুন লাইন এবং ট্রেড ইনের ক্ষেত্রে।

* ভেরিজ়োনের একটি নতুন কানেকশন নিলে আইফোন ১২-এর যে কোনও মডেলে ১৫০০ মার্কিন ডলার ছাড় পাওয়া যাবে।

* ৩৩৯ মার্কিন ডলার থেকে রিফারবিশড ফোনের ডিলস অফার করছে দ্য অ্যাপল স্টোর।

* আইফোন ১২ মডেলে ২৫০ মার্কিন ডলার ছাড় দিচ্ছে Xfinity Mobile।

আরও পড়ুন: Samsung Galaxy A53 5G: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, নয়ডার কারখানায় শুরু হয়েছে উৎপাদন

আরও পড়ুন: Xiaomi 12 Ultra: প্রোটেক্টিভ কেসের ছবি লিক হল শাওমি ১২ আলট্রা মডেলের, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে

আরও পড়ুন: Realme GT 2 Pro: সংস্থার প্রথম ১টিবি স্টোরেজের ফোন, দাম হতে পারে ৬০ হাজার টাকা