iPhone XR OFFER: মাত্র ১৮,৫৯৯ টাকায় আইফোন এক্সআর, অ্যামাজনে সেরার সেরা অফার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 10, 2021 | 5:09 PM

iPhone XR Price Cut: এ যাবৎ কালের সবথেকে আকর্ষণীয় অফারে উপলব্ধ হল আইফোন এক্সআর। এমনই অফার দেওয়া হয়েছে যে, আইফোন এক্সআর ফোনের দাম রেডমি নোট ১০ প্রো ম্যাক্সের থেকেও কম হয়ে গিয়েছে।

iPhone XR OFFER: মাত্র ১৮,৫৯৯ টাকায় আইফোন এক্সআর, অ্যামাজনে সেরার সেরা অফার
আইফোন এক্সআর

Follow Us

অ্যাপল আইফোন এক্সআর (iPhone XR) পুরাতন আইফোন মডেলগুলির একটি। বিভিন্ন সময়ে বিভিন্ন অফারে উপলব্ধ হয় এই পুরনো আইফোন মডেল। কখনও ছাড় দেওয়া হয় কখনও আবার এক ধাক্কায় অনেকই ছেঁটে ফেলা হয় আইফোন এক্সআর মডেলের দাম। বিশেষত, অ্যামাজনের তরফ থেকে এই আইফোন এক্সআর মডেলে আকর্ষণীয় ছাড় দেওয়া হয়। আর তাতে এই ফোনের দাম এতটাই কম হয় যে কমপ্যাক্ট আইফোন এসই মডেলের কাছাকাছিই এসে গিয়েছিল। এমনকি এক বার ১২৮জিবি আইফোন এসই ২০২০ মডেলের দামেরও প্রায় সমান সমান হয়েছিল আইফোন এক্সআর।

তবে এবার আরও এক অবাক কাণ্ড ঘটল! প্রাইস কাটের পরে আইফোন এক্সআর মডেলের দাম প্রায় রেডমি নোট ১০ প্রো ম্যাক্সের সমনা হয়ে গিয়েছে। ভাবতে পারছেন? তাহলে এই আইফোন মডেলের দাম কতটাই কাঁচি চালানো হয়েছে। হ্যাঁ ঠিকই শুনছেন। মাত্র ১৮,৫৯৯ টাকায় আপনার হাতে একটি ব্র্যান্ড নিউ আইফোন এক্সআর তুলে দেবে অ্যামাজন, যা রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ফোনের দামের থেকেও কম। এক কথায় দুর্দান্ত একটি ডিল। কারণ এর আগে ইমপ্র্যাক্টিক্যাল আইফোন এসই ২০২০, যা একবারে আইফোন ৮-এর সমান অথচ তার বাইরের অংশ আইফোন ১১-র মতো মডেলে এমনই অফার দেওয়া হয়েছিল। সেই জায়গায় এই অফার ঢের ভাল। হ্যাঁ তবে তার জন্য শর্তাবলী অবশ্যই প্রযোজ্য।

আইফোন এক্সআর মডেলের দামে ১৮,৫৯৯ টাকা কাটছাঁট

অ্যামাজন থেকে এই মুহূর্তে আইফোন এক্সআর মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা এবং তা বেস ভার্সনের জন্য। লাল থেকে শুরু করে এই ফোনের অন্যান্য সমস্ত কালার ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। তবে এ ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে। আইফোন এক্সআর মডেলের নতুন ইউনিটগুলিতে কোনও চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে না। শুধু মাত্র ফোন এবং ইউএসবি সি কেবলই অফার করা হচ্ছে এই ফোনের সঙ্গে।

তবে এক্সচেঞ্জ অফারে এই ফোনটিই আপনি পেয়ে যাবেন একবারে জলের দরে। আপনার পুরনো ফোনটি দিয়ে নিজেকে একটি নতুন আইফোন এক্সআর মডেলে আপগ্রেড করিয়ে নিতে চাইলে এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন ১৪,৯০০ টাকা ছাড়। আপনি যদি ইয়েস ব্যাঙ্ক বা আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI অপশনে ফোনটি ক্রয় করেন তাহলে আবার ১৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার ফলেই আপনি মাত্র ১৮,৫৯৯ টাকায় পেয়ে যাবেন আইফোন এক্সআর।

যদিও এই এক্সচেঞ্জ অফার নির্ভর করছে আপনার পুরনো ডিভাইসের কন্ডিশনের উপরে। তার থেকেও বড় কথা হল, পুরনো ফোন তো বটেই, এমনকি হালফিলের নতুন মডেলের ক্ষেত্রেও কোনও সম্পূর্ণ ক্যাশব্যাক অ্যামাউন্ট অফার করে না অ্যাপল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলে ১০,৯০০ টাকা এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছিল। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে তো এক্সচেঞ্জ রেট আরও কম।

আরও পড়ুন: iPhone 12 Pro Offer Price: ৪০,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে আইফোন ১২ প্রো, এই আকর্ষণীয় অফার পেতে কী করবেন জেনে নিন…

আরও পড়ুন: iPhone 14 Series: আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে হোল-পাঞ্চ ডিজাইনের ডিসপ্লে

আরও পড়ুন: Apple AR Headset: অগমেন্টেড রিয়্যালিটি সাপোর্টেড হেডসেট নিয়ে আসছে অ্যাপল, একাধিক প্রসেসর, 3D সেন্সর, ১০ বছর পর আইফোনের জায়গা নেবে

Next Article