iPhone 12 Pro Offer Price: ৪০,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে আইফোন ১২ প্রো, এই আকর্ষণীয় অফার পেতে কী করবেন জেনে নিন…
আমাজনে আইফোনের সঙ্গে পেয়ে যাবেন কম্বো অফার। সেই কম্বো অফারে অ্যাপল আইফোন ১২ প্রো এবং এয়ারপডস প্রো আপনি পেয়ে যেতে পারেন মাত্র ১ লাখ ১৫ হাজার ৩৯৫ টাকায়।
নতুন বছরে ভারতীয় বাজারে আসছে একগুচ্ছ স্মার্টফোন। শুধু লঞ্চই হচ্ছে না, সেই সঙ্গে পাওয়া যাবে দুর্দান্ত সব অফারও। ২০২২ সালে একদিকে যেমন বাজারে আসছে স্মার্টফোন তেমনই আইফোন লাভারদের জন্য রয়েছে ভাল খবর। আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে আইফোন ১২ প্রো। প্রসঙ্গত জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজনের পক্ষ থেকে আইফোন ১২ প্রো পাওয়া যাবে এক আকর্ষণীয় দামে।
অল্পস্বল্প নয়, একেবারে ২৫ হাজার টাকা পর্যন্ত আইফোন ১২ প্রো-র দাম কমিয়ে দিয়েছে অনলাইন শপিং সাইট আমাজন। আইফোন ১২ প্রো-র ১২৮জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। কিন্তু এই মুহুর্তে আমাজনে আইফোন ১২ প্রো পাওয়া যাবে মাত্র ৯৪,৯০০ টাকায়। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে আপনি পেয়ে যেতে পারেন আরও অতিরিক্ত ১৫,০০০ টাকা ছাড়। সব মিলিয়ে আপনি পেয়ে যাচ্ছেন ৪০ হাজার টাকা ছাড়।
২৫৬ জিবি এবং ৫১২ জিবি মডেলেও থাকছে আকর্ষণীয় ছাড়। আইফোন ১২ প্রো স্মার্টফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেলে ৩০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে অ্যামাজন থেকে আইফোন ১২-র এই লেটেস্ট স্টোরেজ মডেল কিনতে খরচ হবে ৯৯,৯৯০ টাকা। অন্য দিকে আবার আইফোন ১২ প্রো স্মার্টফোনের ৫১২ জিবি স্টোরেজ মডেল কিনতে খরচ হবে ১ লাখ ৭ হাজার ৯০০ টাকা। অর্থাৎ ৪২ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে এই মডেলটিতে।
আমাজনে আইফোনের সঙ্গে পেয়ে যাবেন কম্বো অফার। সেই কম্বো অফারে অ্যাপল আইফোন ১২ প্রো এবং এয়ারপডস প্রো আপনি পেয়ে যেতে পারেন মাত্র ১ লাখ ১৫ হাজার ৩৯৫ টাকায়। প্রসঙ্গত, দুটি ডিভাইস আলাদাভাবে কিনতে গেলে গ্রাহকের খরচ পড়বে ১ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা। সেই জায়গায় কম্বো অফারে ২৮,৯১০ টাকা ছাড় দেওয়া হচ্ছে গ্রাহকদের।
বলা বাহুল্য, অ্যামাজন থেকে আইফোন ১৩ কিনলে এই মুহূর্তে আপনাকে কোনও ছাড় দেওয়া হবে না। এই ফোনের মিনি মডেলের বেস ভ্যারিয়েন্টের জন্য আপনার খরচ হবে ৬৯,৯০০ টাকা। অন্য দিকে ফোনটির ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ভার্সনের জন্য খরচ হবে যথাক্রমে ৭৯,৯০০ টাকা ও ৯৯,৯০০ টাকা। তবে যদি দোকান থেকে আইফোন ১৩ কেনেন তাহলে ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তার জন্য অবশ্য এইচডিএফসি কার্ডে পেমেন্ট করা বাধ্যতামূলক। ইএমআই পদ্ধতিতেও এই ছাড় পাওয়ার সুবিধা রয়েছে।
আরও পড়ুন: Samsung Galaxy A03 Core: ৫০০০mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই বাজেট স্মার্টফোন, দাম কত?
আরও পড়ুন: iPhone SE (2020) ফ্লিপকার্টের ‘বিগ বচত ধামাল’ সেলে আইফোন এসই (২০২০) পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়!