ভিভোর সাব-ব্র্যান্ড iQoo তাদের নতুন iQoo ৮ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে দু’টি ফোন iQoo ৮ এবং iQoo ৮ প্রো লঞ্চ হয়েছে, এর আগে চিনে জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল iQoo ৭ সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে iQoo ৮ সিরিজের এই দু’টি ফোন। iQoo ৭ সিরিজের তুলনায় ডিজাইন এবং ফিচার, দু’ক্ষেত্রেই নতুন সিরিজে অর্থাৎ iQoo ৮ সিরিজের দুটো মডেলে আপডেট এসেছে। জানা গিয়েছে, iQoo ৮ এবং iQoo ৮ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই দুই ফোনেই রয়েছে বিএমডব্লু এম মোটোরস্পোর্ট কালারওয়েজ। ভ্যানিলা iQoo ৮ মডেলে রয়েছে রিনটি কালার ফিনিশ। অন্যদিকে iQoo ৮ প্রো মডেলে রয়েছে দুটো কালার ফিনিশ।
iQoo ৮ এবং iQoo ৮ প্রো ফোনের দাম কত?
iQoo ৮ সিরিজের দু’টি ফোন iQoo ৮ এবং iQoo ৮ প্রো- এর প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে চিনে। আগামী ২৪ অগস্ট থেকে iQoo ৮ ফোনের সেল শুরু হবে। অন্যদিকে, iQoo ৮ প্রো ফোনের সেল শুরু হবে ২৬ অগস্ট থেকে। আন্তর্জাতিক বাজারে কবে iQoo ৮ সিরিজের এই দুই মডেল লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। iQoo ৮ সিরিজের দু’টি ফোনেই রয়েছে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। জানা গিয়েছে, iQoo ৮ এবং iQoo ৮ প্রো ফোনে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই দুই মডেলের ব্যাটারিতে রয়েছে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- Vivo X60: ভারতে একলাফে এই ফোনের দাম কমেছে তিন হাজার টাকা, কমা দামের উপর রয়েছে ক্যাশব্যাক অফার