Vivo X60: ভারতে একলাফে এই ফোনের দাম কমেছে তিন হাজার টাকা, কমা দামের উপর রয়েছে ক্যাশব্যাক অফার
মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো এক্স৬০ সিরিজ। এই সিরিজে ছিল ভ্যানিলা ভিভো এক্স৬০ মডেল এবং ভিভো এক্স৬০ প্রো ও ভিভো এক্স৬০ প্রো প্লাস ফোন।
এক ধাক্কায় ভারতে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত দাম কমেছে ভিভো এক্স৬০ ফোনের। উল্লেখ্য, মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো এক্স৬০ সিরিজ। এই সিরিজে ছিল ভ্যানিলা ভিভো এক্স৬০ মডেল এবং ভিভো এক্স৬০ প্রো ও ভিভো এক্স৬০ প্রো প্লাস ফোন। ভারতে লঞ্চের আগে গত বছর অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো এক্স৬০ সিরিজ। তবে সেই সময় আবার ভিভো এক্স৬০ প্রো প্লাস মডেল চিনে লঞ্চ হয়নি। জানুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল চিনে। আপাতত, ভারতে ভিভো এক্স৬০ সিরিজের ভ্যানিলা ভিভো এক্স৬০ মডেলের দাম কমেছে। তবে এই সিরিজের অন্য দু’টি ফোনের দাম লঞ্চের সময় যা ছিল, এখনও তাই- ই রয়েছে।
ভারতে কতটা দাম কমেছে ভিভো এক্স৬০ ফোনের? আর কী কী সুবিধা চালু হয়েছে?
বর্তমানে ভারতে ভিভো এক্স৬০ মডেলের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯০ টাকা। এর আসল দাম ছিল অর্থাৎ লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৩৭,৯৯০ টাকা। অর্থাৎ তিন হাজার টাকা দাম কমেছে ভিভো এক্স৬০ মডেলের। অন্যদিকে ১২ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বর্তমান দাম ৩৯,৯৯০ টাকা। এরও লঞ্চের সময় দাম ছিল ৪১,৯৯০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে দাম কমেছে দু’হাজার টাকা।
ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে এই ফোন কিনলে ভিভো এক্স৬০ ফোনের কমে যাওয়া দামের উপর আরও ছাড় পাবেন ক্রেতারা। এক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া সুযোগ থাকবে। এই একই সুবিধা পাওয়া যাবে জনপ্রিয় ও বড় ই-কমার্স সংস্থার ওয়েবসাইট এবং সমস্ত অনলাইন রিটেল পার্টনারদের থেকেও। ১৭ অগস্ট থেকে এই সমস্ত ছাড় শুরু হয়েছে।
ভিভো এক্স৬০ ফোনের বিভিন্ন ফিচার-
- এই ফোনে রয়েছে একটি ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে।
- ভিভো এক্স৬০ মডেলে রয়েছে একটি Qualcomm Snapdragon ৮৭০ প্রসেসর।
- এই প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 নন এক্সপ্যান্ডেবল স্টোরেজ।
- ভিভো এক্স৬০ ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের সোনি IMX 598 সেনসর। এই সেনসরে আবার inbuilt optical image stabilisation (OIS) ফিচার রয়েছে।
- ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও ভ্যানিলা ভিভো এক্স৬০ মডেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংসে রয়েছে দু’টি ১৩ মেগাপিক্সেলের সেনসর।
- এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেনফি সেনসর।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি পরিষেবা, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১ এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট।
- ভিভো এক্স৬০ ফোনের ব্যাটারি ৪২০০mAh। তার সঙ্গে রয়েছে ৩৩W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- Itel A48: ভারতে লঞ্চ হয়েছে বাজেট ফ্রেন্ডলি এই স্মার্টফোন, দাম কত?