Itel A48: ভারতে লঞ্চ হয়েছে বাজেট ফ্রেন্ডলি এই স্মার্টফোন, দাম কত?
ভারতে লঞ্চ হওয়া চিনের সংস্থা Itel- এর নতুন স্মার্টফোন A48- এর ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৬৩৯৯ টাকা। এই একটিই স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে নতুন স্মার্টফোন।
ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Itel A48। চিনের সংস্থা Itel তাদের নতুন মডেল A48 লঞ্চ করেছে এদেশে। এই স্মার্টফোনে রয়েছে একটি ওয়াটার ড্রপ অর্থাৎ জলের ফোঁটা বা বিন্দুর আকার বা স্টাইলে নচ ডিসপ্লে। এছাড়া Itel A48 ফোনে রয়েছে একটি কোয়াড কোর ১.৪GHz প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ। এই ফোনের ব্যাটারি ৩০০০mAh। জানা গিয়েছে, এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১০ (গো এডিশন)- এর সাহায্যে। Itel সংস্থা দাবি করেছে, এই স্মার্টফোন কিনলে গ্রাহকরা জিও- র বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এই ফোনে ইউজারদের সুরক্ষার জন্য ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার রয়েছে। মোট তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel A48 ফোন।
ভারতে Itel A48 ফোনের দাম কত? কোথায় কীভাবে পাওয়া যাবে?
ভারতে লঞ্চ হওয়া চিনের সংস্থা Itel- এর নতুন স্মার্টফোন A48- এর ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৬৩৯৯ টাকা। এই একটিই স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে নতুন স্মার্টফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মারফৎ এই ফোন কেনা যাবে। তবে অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের দাম ৬৯৯৯ টাকা ধার্য হয়েছে। এই দামেই অ্যামাজনের টিজার পেজে দেখা গিয়েছে Itel A48 স্মার্টফোন। Gradation Black, Gradation Green এবং Gradation Purple- এই তিনটে রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel A4 ফোন।
অ্যামাজনে এই ফোনের উপর রয়েছে বেশ কিছু অফার। নো-কস্ট ইএমআই অপশন শুরু হচ্ছে ৩২৯ টাকা থেকে। অর্থাৎ মাসিক ৩২৯ টাকা কিস্তির ভিত্তিতে ইএমআই দিয়ে এই ফোন কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। এছাড়াও চিনা সংস্থা Itel তাদের নতুন স্মার্টফোনের ক্ষেত্রে গ্রাহকদের জিওর একাধিক সুযোগ সুবিধা দেবে। যদি গ্রাহকরা জিওর এক্সক্লুসিভ অফার পাওয়ার ক্ষেত্রে নিজেদের যুক্ত করেন তাহলে ইনস্ট্যান্ট ৫১২ টাকার সাপোর্ট পাবেন তাঁরা। এছাড়াও ফোন কেনার ১০০ দিনের মধ্যে একটি ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ অফারও থাকছে গ্রাহকদের জন্য।
Itel A4 ফোনের বিভিন্ন ফিচার-
- Itel A4 এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১০ (গো এডিশন)- এর সাহায্যে।
- এই ফোনে রয়েছে একটি ৬.১ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরেই একটি ওয়াটার ড্রপ স্টাইলে নচ ডিজাইন রয়েছে। সেখানে লাগানো থাকে সেলফি ক্যামেরা।
- Itel A4 স্মার্টফোনে রয়েছে একটি আনস্পেসিফায়েড কোয়াড কোর ১.৪GHz প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
- এই ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে দুটো ৫ মেগাপিক্সেলের এআই ভিত্তিক সেনসর। সেলফি এবং ভিডিয়ো কলের জন্যও রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনের ব্যাটারি ৩০০০mAh। Itel A4 স্মার্টফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও ইউজারদের সুরক্ষার জন্য এই ফোনে ফেস আনলক ফিচারও রয়েছে।
- Itel A4 স্মার্টফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ডুয়াল সিম (4G VoLTE/ ViLTE) পরিষেবা। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ইউএসবি পোর্ট ও ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক।
আরও পড়ুন- JioPhone Next: কী কী ফিচার থাকতে পারে জিওফোন নেক্সটে? লঞ্চের আগে জেনে নিন