iQoo 9 Series: ভারতে আসতে চলেছে আইকিউওও ৯ সিরিজ, কবে লঞ্চ হবে এই সিরিজের স্মার্টফোন?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 12, 2022 | 4:52 PM

জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে আইকিউওও ৯, আইকিউওও ৯ প্রো এবং আইকিউওও ৯ এসই।

iQoo 9 Series: ভারতে আসতে চলেছে আইকিউওও ৯ সিরিজ, কবে লঞ্চ হবে এই সিরিজের স্মার্টফোন?
ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ৯ সিরিজের স্মার্টফোন। Photo Credit: GSMArena.com

Follow Us

ভারতে যে আইকিউওও ৯ সিরিজের (iQoo 9 series) স্মার্টফোন লঞ্চ হবে, সেকথা আগেই জানা গিয়েছিল। এবার ঘোষণা হল নির্দিষ্ট দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর সাবব্র্যান্ড (Vivo sub-brand) আইকিউওও ৯ সিরিজের স্মার্টফোন। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে আইকিউওও ৯, আইকিউওও ৯ প্রো এবং আইকিউওও ৯ এসই। শোনা গিয়েছে, আইকিউওও ৯ প্রো মডেলে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর (Qualcomm’s flagship Snapdragon 8 Gen 1 SoC)। অন্যদিকে আবার জানা গিয়েছে, আইকিউওও ৯ সিরিজের এই ফোনগুলো কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ফোনগুলোতে থাকবে আইকিউওও সংস্থার চিরাচরিত তিনরঙের ডিজাইন। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল আইকিউওও ৯ সিরিজ।

ভারতে আইকিউওও ৯ সিরিজের দাম কত হতে পারে?

ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভোর সাবব্র্যান্ড আইকিউওও সংস্থার আসন্ন স্মার্টফোন সিরিজের সম্ভাব্য দাম প্রকাশ হয়েছে। PassionateGeeks- এর একটি রিপোর্ট অনুসারে আইকিউওও ৯ প্রো ৫জি ফোনের টপ-ভ্যারিয়েন্টের রিটেল বক্সের দাম ৭৪,৯৯০ টাকা। তবে শোনা যাচ্ছে, এই ফোন পাওয়া যেতে পারে ৫৫ হাজার থেকে ৫৮ হাজার টাকার মধ্যে। অন্যদিকে আইকিওও ৯ সিরিজের ভ্যানিলা মডেলের দাম হতে পারে ৪৩ হাজার থেকে ৪৭ হাজার টাকার মধ্যে। এছাড়াও আইকিওও ৯ এসই ফোনের দাম হতে পারে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে। শোনা যাচ্ছে স্পেসিফিকেশনের দিক থেকে চিনের ভ্যারিয়েন্টের তুলনায় ভারতীয় ভ্যারিয়েন্ট আলাদা হতে পারে।

আইকিওও ৮ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এই ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১২- র সাহয্যে। এই ফোনে থাকতে পারে একটি ৬.৫৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর। তার সঙ্গে যুক্ত থাকতে পারে LPDDR5 র‍্যাম এবং UFS 3.1 স্টোরেজ। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে থাকতে পারে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর।

আইকিউওও ৯ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে একটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এখানে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। এই ফোনের পিছনের অংশের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকার সম্ভাবনা রয়েছে। আর সেখানে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এর পাশাপাশি এই ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারিও থাকতে পারে।

আরও পড়ুন- Micromax In 2 Price And Specifications: আর একটা সস্তার ফোন নিয়ে আসছে মাইক্রোম্যাক্স, প্রকাশ্যে দাম ও ফিচার্স

Next Article