iQoo Neo 5 SE: লঞ্চ হতে চলেছে ভিভোর সাব-ব্র্যান্ড iQoo- এর নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ডিজাইন

শোনা গিয়েছে, iQoo নিও ৫ এসই ফোনে সঙ্গে একই দিনে অর্থাৎ ২০ ডিসেম্বরই চিনে লঞ্চ হতে চলেছে iQoo নিও ৫এস ফোন।

iQoo Neo 5 SE: লঞ্চ হতে চলেছে ভিভোর সাব-ব্র্যান্ড iQoo- এর নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ডিজাইন
এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট প থাকতে পারে।

| Edited By: Sohini chakrabarty

Dec 19, 2021 | 8:50 PM

চিনের স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ভিভোর সাব-ব্র্যান্ড হল iQoo। আগামী ২০ ডিসেম্বর এই সংস্থাই নতুন ফোন লঞ্চ করতে চলেছে জানা গিয়েছে এবার লঞ্চ হতে চলেছে iQoo নিও ৫ এসই মডেল। আপাতত চিনেই এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। গ্লোবাল মার্কেট বা অন্য দেশে যেমন- ভারতে এই ফোন কবে লঞ্চ হবে বা আদৌ হবে কিনা তা এখনও জানা যায়নি। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবোতে আনুষ্ঠানিক ভাবে iQoo নিও ৫ এসই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে সংস্থা। একটি টিজার ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। আর সেখান থেকে ফোনের ডিজাইন, লুকস এবং সম্ভাব্য স্পেসিফিকেশনের আভাস পাওয়া গিয়েছে।

iQoo নিও ৫ এসই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে এই ক্যামেরা সেটিংস থাকতে পারে। আর সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, iQoo নিও ৫ এসই ফোনে সঙ্গে একই দিনে অর্থাৎ ২০ ডিসেম্বরই চিনে লঞ্চ হতে চলেছে iQoo নিও ৫এস ফোন। উইবোর অফিশিয়াল সাইটে iQoo নিও ৫ এসই ফোনের যে টিজার প্রকাশিত হয়েছে, সেখান থেকে ফোনের সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গিয়েছে। দার্ক ব্লু, ব্লু গ্র্যাডিয়েন্ট এবং হোয়াইট ফিনিশেস— এইসব রঙে iQoo নিও ৫ এসই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের সামনের স্ক্রিন অর্থাৎ ফ্রন্ট ডিসপ্লের উপরের বর্ডার বরাবর মাঝখানে একটি হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে। আর সেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা থাকতে পারে।

iQoo নিও ৫ এসই ফোনের নীচের অংশের ডিজাইন সম্পর্কেও আন্দাজ করা গিয়েছে। ফোনের এই অংশে একটি স্পিকার গ্রিল, একটি টাইপ- সি ইউএওসবি পোর্ট এবং একটি সেইমকার্ডের স্লট ও একটি মাইক্রোফোন থাকার সম্ভাবনা রয়েছে। ৩.৫ মিলিমিটার অডিয়ো পোর্ট থাকতে পারে iQoo নিও ৫ এসই ফোনে। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে। অন্যদিকে, ফোনের সাইডের অংশে পাওয়ার বাটন থাকতে পারে যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও iQoo নিও ৫ এসই ফোনে একটি মিডিয়াটেক Dimensity ১২০০ প্রসেসর থাকতে পারে। এই ফোনের ব্যাতারিতে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Nokia 2760 Flip 4G: ফিরছে নস্টালজিয়া! স্মার্টফোনের রমরমার বাজারেও ফ্লিপ ফোন নিয়ে আসছে নোকিয়া

আরও পড়ুন- Flipkart Sale: আইফোন ১৩ মডেলে ১৯,৪৪৫ টাকা ছাড়, ফ্লিপকার্ট সেলের অফার সম্পর্কে এখনই জেনে নিন