ভিভোর সাব-ব্র্যান্ড iQoo। এবার সেই iQoo কোম্পানির নিও রেঞ্জে নতুন ফোন লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, এই ফোনের নাম iQoo নিও ৬। গুগল প্লে কনসোলে ইতিমধ্যেই এই ফোনের নাম দেখা গিয়েছে বলে শোনা গিয়েছে। এই ফোনের মডেল নম্বর বলা হয়েছে ভিভো ভি২১৫৪এ। শোনা যাচ্ছে, এই মডেল নম্বরের ফোন অর্থাৎ iQoo নিও ৬ চিনে লঞ্চ হতে পারে ২০০ সালের প্রথম তিনমাসের মধ্যে। এই ফোনের সামনের অংশের একটি ছবি এর মধ্যেই গুগল প্লে কনসোলে দেখা গিয়েছে। এর আগে China Compulsory Certificate (3C) ওয়েবসাইটেও ভি২১৫৪এ মডেল নম্বরের ফোন দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে।
iQoo নিও ৬ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
MySmartPrice সবার প্রথমে খেয়াল করেছিল যে গুগল প্লে কনসোলে দেখা গিয়েছিল iQoo নিও ৬ ফোনের নাম। এই লিস্টিং অনুসারে, iQoo নিও ৬ ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়াও বলা হয়েছে যে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে iQoo নিও ৬ ফোনের টপ ভ্যারিয়েন্ট। অন্যদিকে শোনা গিয়েছে, iQoo নিও ৬ ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১- র সাহায্যে। এছাড়াও এই ফোনে অ্যানড্রয়েড ১১ বেসড OriginOS বা FunTouch OS 12 থাকতে পারে। এই ফোনে একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও iQoo নিও ৬ ফোনে একটি কার্ভড ডিসপ্লে এবং তার উপর সেলফি ক্যামেরা সেনসর সেটিং করার জন্য হোল পাঞ্চ ডিজাইন থাকতে পারে। এই হোল পাঞ্চ ডিজাইন আবার ফোনের সামনের ডিসপ্লের উপরের বর্ডার বরাবর মাঝখানে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। iQoo নিও ৬ ফোন কবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশনও এখনও প্রকাশ্যে আসেনি।
অন্যদিকে আবার শোনা গিয়েছে যে, ভারতে আসছে iQoo ৯ সিরিজ। এই সিরিজের স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকবে। নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত iQoo ৯ সিরিজ। এই সিরিজে মোট তিনটি মডেল থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের অগাস্টেই ভারতে লঞ্চ করা হয়েছিল iQoo 8 সিরিজ। জানা গিয়েছে, এই সিরিজটি ভারতে ড্রপ করতে চলেছে ভিভোর এই সাবব্র্যান্ড। আর সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে বহু প্রতিক্ষিত iQoo 9 সিরিজ। জানা গিয়েছে, এই ফ্ল্যাগশিপ সিরিজে iQoo 9, iQoo 9 Pro ছাড়াও iQoo 9 Legend নামক আর একটি স্মার্টফোন থাকতে পারে। আসলে iQoo 9 সিরিজ iQoo 8 সিরিজের আপগ্রেডেড ভার্সন হতে চলেছে।