iQoo Z5: এই ফোনের নতুন কালার অপশন লঞ্চ হয়েছে ভারতে, দেখে নিন দাম ও ফিচার

এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর আছে।

iQoo Z5: এই ফোনের নতুন কালার অপশন লঞ্চ হয়েছে ভারতে, দেখে নিন দাম ও ফিচার
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 8:59 AM

ভারতে iQoo Z5 ফোনের নতুন রঙের মডেল লঞ্চ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল চিনে। সেই সময়  Blue Origin, Dream Space এবং Twilight Morning— এই তিন রঙে লঞ্চ হয়েছিল ভিভোর সাব-ব্র্যান্ড iQoo সংস্থার এই ফোন। পরে ভারতে Mystic Space এবং Arctic Dawn, এই দুই রঙে লঞ্চ হয়েছিল iQoo Z5 ফোন। বর্তমানে এই ফোনে তৃতীয় ভ্যারিয়েন্ট Cyber Grid- এই রঙের শেডে লঞ্চ হয়েছে দেশে। Dream Space রঙের ভ্যারিয়েন্ট এই নতুন রূপে লঞ্চ হয়েছে ভারতে।

iQoo Z5 ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৭৭৮G চিপসেট। তার সঙ্গে রয়েছে ১২০ হার্টজের স্ক্রিন এবং ফোনের পিছনের অংশে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনে ৫০০০mAh- এর ব্যাটারি এবং তার সঙ্গে ৪৪W flash charge সাপোর্ট রয়েছে এই ফোনে।

ভারতে iQoo Z5 ফোনের দাম এবং সেল

এই দেশে iQoo Z5 ফোনের Cyber Grid রঙের মডেলের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯০ টাকা। অন্যদিকে, এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯০ টাকা। এই নতুন রঙের ভ্যারিয়েন্ট iQoo সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এর পাশাপাশি গত ২৭ সেপ্টেম্বর লঞ্চ হওয়া এই ফোনের Arctic Dawn এবং Mystic Space— এই দুই রঙের মডেলও রয়েছে।

iQoo Z5 ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ বেসড Funtouch OS ১১.১- এর সাহায্যে। ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে iQoo Z5 ফোনে।
  • এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। এছাড়া এই ফোনে রয়েছে HDR 10 সাপোর্ট।
  • iQoo Z5 ফোনে প্রসেসরের সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS ৩.১ স্টোরেজ।
  • এছাড়াও এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে আবার ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর আছে। এর পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। আর ফোনের সামনের অংশে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি এই ফোনে ইউজারের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য রয়েছে Face Wake facial recognition ফিচার।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে একটি টাইপ- সি ইউএসবি পোর্ট, ব্লুটুথ ভি ৫.২, ইউএসবি ওটিজি সাপোর্ট ট্রাই-ব্যান্ড ওয়াই-ফাই, জিপিএস এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক।

আরও পড়ুন- Redmi Note 11T 5G: ৩০ নভেম্বর ভারতে লঞ্চ হবে এই ফোন, দেখুন সম্ভাব্য স্পেসিফিকেশন