Itel A27: মাত্র ৫,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হল আইটেল এ২৭, ফিচার্স মন্দ নয়

Cheapest Smartphone In India: আইটেল এ২৭ ফোনে রয়েছে একটি ৫.৪৫ ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ১১ সফ্টওয়্যার। ফোনের সমগ্র ফিচার্স ও স্পেসিফিকেশনস দেখে নিন।

Itel A27: মাত্র ৫,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হল আইটেল এ২৭, ফিচার্স মন্দ নয়
আইটেল এ২৭।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 5:51 PM

সস্তার স্মার্টফোনে আইটেল (Itel)-কে টেক্কা দিতে পারে, এমন সংস্থা আছে? নেই বললেই চলে। সেই আইটেলই ভারতে আবারও একটি এন্ট্রি-লেভেলের স্মার্টফোন (Entry Level Smartphone) নিয়ে হাজির হল, যার নাম আইটেল এ২৭ (Itel A27)। সংস্থার এ-সিরিজ়ের লেটেস্ট ফোন এটি। আইটেল এ২৭ ফোনে রয়েছে একটি ৫.৪৫ ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে এবং এটি দুটি সিমেই ভলটিই সাপোর্ট করে ও সেই সঙ্গে ৪জি কানেক্টিভিটিও দিতে সক্ষম। সফ্টওয়্যারের দিক থেকে এই ফোনটি চালিত অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন-ভিত্তিক। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য রয়েছে ফেস আনলক সাপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ২জিবি পর্যন্ত র‌্যাম এবং ৩২জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে এই ফোনের। রয়েছে একটি চমৎকার ৫ মেগাপিক্সেল ক্যামেরাও।

দাম ও উপলব্ধতা

আইটেল এ২৭ ফোনটি ভারতে একমাত্র র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেই ২জিবি র‌্যাম ও ৩২জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে মাত্র ৫,৯৯৯ টাকা। তিনটি কালার অপশন রয়েছে এই ফোনের: ক্রিস্টাল ব্লু, ডিপ গ্রে এবং সিলভার পার্পল। আপাতত দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

স্পেসিফিকেশনস ও ফিচার্স

ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন দ্বারা চালিত হবে। আইটেল এ২৭ ফোনে রয়েছে একটি ৫.৪৫ ইঞ্চির এফডব্লুপ্লাস আইপিএস ডিসপ্লে। পারফর্ম্যান্সের জন্য ফোনটিতে একটি ১.৪ গিগাহার্ৎজ় প্রসেসর দেওয়া হয়েছে যা পেয়ার করা রয়েছে ২জিবি পর্যন্ত র‌্যামের সঙ্গে। আইটেল এ২৭ ফোনে একটি ৫ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে একটি ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

যেমনটা আমরা আগেই বললাম, বায়োমেট্রিক সিকিওরিটির জন্য এই আইটেল এ২৭ ফোনে রয়েছে ফেস আনলক সাপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৩২জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ রয়েছে এই ফোনের। এছাড়াও রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ ১২৮জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা। শক্তিশালী একটি ৪০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এই আইটেল এ২৭ ফোনে।

আরও পড়ুন: চুপিসাড়ে আগমন নোকিয়া জি১১ ফোনের! ১০২০০ টাকা খরচে ৯০ হার্ৎজ় ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা

আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোন, দাম কত?

আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৪ প্রো ৫জি ফোন, দাম কত? দেখে নিন ফিচার