জিওফোন নেক্সট ইএমআই ছাড়া কিনলে দাম পড়বে ৬৪৯৯ টাকা। দাম ঘোষণা হওয়ার আগে থেকে শোনা যাচ্ছিল যে ভারতের চিপেস্ট অর্থাৎ সবচেয়ে সস্তা ফোন হতে চলেছে জিওফোন নেক্সট। শোনা গিয়েছিল, এই ফোনের দাম নাকি ৩৪৯৯ টাকারও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবে তেমন কিছুই হয়নি। জিওফোন নেক্সটের দাম ধার্য হয়েছে ৬৪৯৯ টাকা। আর এই ফোন মোটেই দেশের সবচেয়ে কম দামের অর্থাৎ চিপেস্ট ফোন নয়। স্যামসাংয়ের একটি ফোনের কাছে হেরে গিয়েছে জিওফোন নেক্সট। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোনের দাম আসন্ন জিওফোন নেক্সটের তুলনায় কম। তবে একথা ঠিক যে জিওফোন নেক্সটের যে দাম সংস্থা ধার্য করেছে, তা সাধ্যের মধ্যেই রয়েছে। সাধারণত এই ফোনে ৪জি স্মার্টফোন পাওয়া যায় না।
জানা গিয়েছে, রিলায়েন্স ডিজিটাল এবং ফ্লিপকার্টের সাইটে স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোনের দাম জিওফোন নেক্সটের তুলনায় কম। এই দুই ফোনেই প্রায় একই ধরনের ফিচার রয়েছে। কিন্তু জিওফোন নেক্সটের তুলনায় স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোনের দাম কম। জানা গিয়েছে, স্যামসাংয়ের এই ফোনের দাম ৪৯৯৯ টাকা, যা জিওফোন নেক্সটের তুলনায় ১৫০০ টাকা কম।
স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর, এই ফোনটি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ১ জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ফ্লিপকার্টে ৪৯৯৯ টাকা। অন্যদিকে রিলায়েন্স ডিজিটালে এই ফোনের দাম ৫১৯৯ টাকা। এছাড়াও গ্যালাক্সি এম০১ কোর ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রিলায়েন্স ডিজিটালে ৬১৯৯ টাকা। অতএব দু’ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোনের দাম জিওফোন কেনস্টের তুলনায় কম।