50MP ক্যামেরার Lava Blaze 2 Pro লঞ্চ হয়ে গেল, দাম মাত্র 9,999 টাকা

Lava Blaze 2 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 8GB + 128GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই ফোনটি: থান্ডার ব্ল্যাক, সোয়্যাগ ব্লু এবং কুল গ্রিন।

50MP ক্যামেরার Lava Blaze 2 Pro লঞ্চ হয়ে গেল, দাম মাত্র 9,999 টাকা
লাভার নতুন স্মার্টফোন হাজির।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 2:12 PM

Lava দেশে ফের একটি সস্তার স্মার্টফোন লঞ্চ করল। সেই ফোনের নাম Lava Blaze 2 Pro। বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হয়েছে ফোনটি, দাম রাখা হয়েছে 10,000 টাকারও কম। জরুরি ফিচারের মধ্যে Lava Blaze 2 Pro ফোনে রয়েছে 8GB পর্যন্ত RAM, অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা-সহ আরও অনেক কিছু। এই হ্যান্ডসেটের মাধ্যমে Lava সদ্য লঞ্চ হওয়া Redmi 12 স্মার্টফোনের সঙ্গে টক্কর দেবে। ফোনের দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Lava Blaze 2 Pro: স্পেসিফিকেশন

এই 4G স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 90Hz এবং রেজ়োলিউশন 720 X 1600 পিক্সেল। Lava Blaze 2 Pro ফোনটি 8.5mm পুরু এবং এর ওজন মাত্র 190 গ্রাম। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি UNISOC T616 CPU প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে থাকছে একটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক ক্লিন OS।

ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে দুটি 2MP ক্যামেরা। Lava Blaze 2 Pro ফোনের ব্যাক ক্যামেরা মডিউলে দেওয়া হয়েছে একটি LED ফ্ল্যাশ। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। ফোনের ক্যামেরা সেটআপটি স্লো মোশন, ডুয়াল ভিউ, অডিও নোট, টাইমল্যাপস, 50M, প্রো, পোর্ট্রেইট, নাইট, ম্যাক্রো, HDR প্যানোরমা সাপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য ডিভাইসটিতে রয়েছে Wi-Fi 5, ব্লুটুথ 5.0, একটি হেডফোন জ্যাক, মাইক্রোএসডি কার্ড (256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে) সাপোর্ট এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য একটি USB Type-C চার্জিং পোর্ট।

Lava Blaze 2 Pro: কত দাম এই ফোনের

Lava Blaze 2 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 8GB + 128GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই ফোনটি: থান্ডার ব্ল্যাক, সোয়্যাগ ব্লু এবং কুল গ্রিন।