Lava Blaze 5G-র নতুন ভেরিয়্যান্ট লঞ্চ হতেই হিট, 8GB ব়্যামের এই ফোন মিলছে জলের দরে

Lava Blaze 5G 8 GB RAM Price: Lava Blaze 5G-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা। এটি Lava-র অনলাইন স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে কেনা যাবে। ফোনটি সবুজ এবং গ্লাস ব্লু রঙে কিনতে পারবেন।

Lava Blaze 5G-র নতুন ভেরিয়্যান্ট লঞ্চ হতেই হিট, 8GB ব়্যামের এই ফোন মিলছে জলের দরে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 3:00 PM

Lava Blaze 5G Features: ভারতীয় বাজারে Lava Blaze 5G-এর 8 GB RAM মডেল (ভ্যারিয়েন্ট) লঞ্চ হয়েছে। এই ফোনের 4 GB RAM ভ্যারিয়েন্টটি 2022-এর নভেম্বরে লঞ্চ হয়েছিল। সেই সময়ই কোম্পানিটি জানিয়েছিল, একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে আনতে পারে। সেই মতোই 8 GB RAM নিয়ে হাজির করল। এই নতুন 8 GB RAM ভ্যারিয়েন্টটি আগেরটির মতোই। এটি Android 13 এ কাজ করে। ভার্চুয়াল র‌্যামের মাধ্যমে এর র‌্যাম 8 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। তবে ফিচার ও স্পেসিফিকেশন কি সব আগের টার মতোই আছে? চলুন জেনে নেওয়া যাক।

Lava Blaze 5G 8GB RAM ভ্যারিয়েন্টের দাম:

Lava Blaze 5G-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা। এটি Lava-র অনলাইন স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে কেনা যাবে। ফোনটি সবুজ এবং গ্লাস ব্লু রঙে কিনতে পারবেন। এর 4 GB RAM এবং 6 GB RAM ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 10,999 এবং 11,999 টাকা।

Lava Blaze 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

Lava Blaze 5G-এ ডুয়াল সিম সাপোর্ট করে। এতে Android 13 দেওয়া হয়েছে। এতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.51-ইঞ্চি HD+ IPS LCD (720×1600) ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে Octa-Core MediaTek Dimensity 700 SoC ব্যবহার করা হয়েছে। ফোনটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ বাজারে এসেছে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর RAM-ও 8 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেল। ফোনটিতে 2 মেগাপিক্সেলের একটি দ্বিতীয় সেন্সর এবং একটি তৃতীয় VGA লেন্স রয়েছে। ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। লাভা ব্লেজ 5জি-তে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা USB Type-C চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনে 5G, Wi-Fi, Bluetooth 5.1, GPS এবং একটি 3.5mm অডিও জ্যাকের মতো ফিচার রয়েছে।