ভারতে এমআই ১১ আলট্রা ফোনের ওপেন সেল শুরু হবে আগামী ১৫ জুলাই দুপুর ১২ টা (ভারতীয় সময়) থেকে। শাওমির অফিশিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইটের মাধ্যমে শুরু হবে এই সেল। গত এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল শাওমির এই স্মার্টফোন। তবে তারপর বিক্রি শুরু হয়নি। অবশেষে ভারতে এমআই ১১ আলট্রা মডেলের বিক্রি শুরু হতে চলেছে। এই ফোনের জন্য অ্যামাজনের ওয়াবসাইটের একটি আলাদা মাইক্রোসাইটও তৈরি হয়েছে। এর আগে ৭ জুলাই এই ফোনের একটি ‘স্পেশ্যাল সেল’ শুরু হয়েছিল। ১৯৯৯ টাকা দিয়ে যাঁরা ‘আলট্রা গিফট কার্ড’ কিনেছিলেন, তাঁদের জন্যই চালু হয়েছিল ওই স্পেশ্যাল সেল।
ভারতে এমআই ১১ আলট্রা ফোনের দাম
এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। সেরামিক ব্ল্যাক এবং সেরামিক হোয়াইট, এই দুই রঙে ভারতে পাওয়া যাবে এমআই ১১ আলট্রা ফোন। শাওমি এবং অ্যামাজনের ওয়েবসাইট থেকে এসবিআই- এর ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কেনা হলে ৫ হাজার টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া সম্ভব। শাওমির ওয়েবসাইটে বলা হয়েছে ‘সুপারফ্যান লিমিটেড কোয়ান্টিটি সেল কাস্টোমার’- দের জন্য ১৫ জুলাই শুরু হবে এমআই ১১ আলট্রা ফোনের সেল।
এমআই ১১ আলট্রা ফোনের বিভিন্ন ফিচার
আরও পড়ুন- Redmi Note 10T 5G: অবশেষে ভারতে এই স্মার্টফোন লঞ্চের দিন ঘোষণা করল শাওমি