Mi 11X Pro এখন 3,000 টাকা সস্তা, নতুন দাম কত? কী বিশেষত্ব এই ফোনের?

Mi 11X Pro Price DROP: এক ধাক্কায় 3,000 টাকা সস্তা হল এমআই ১১এক্স প্রো ফোনটি। এর ফলে ফোনটির নতুন দাম কত হল, কী কী ফিচার্স ও স্পেসিফিকেশনস রয়েছে, জেনে নিন সব তথ্য।

Mi 11X Pro এখন 3,000 টাকা সস্তা, নতুন দাম কত? কী বিশেষত্ব এই ফোনের?
3,000 টাকা সস্তা হল Mi 11X Pro।
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2022 | 12:32 PM

গত বছর ভারতে Mi 11X Pro ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। ফোনটির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে একটি Qualcomm Snapdragon 888 প্রসেসর। সেই ফোনের দামই এবার এক ধাক্কায় অনেকটাই কমাল সংস্থাটি। গত বার লঞ্চ হওয়া এই Mi 11X Pro ফোনটির দাম 3,000 টাকা কমানো হল। তার ফলে এই এই ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে 36,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 38,999 টাকা। এই নতুন দামটি ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়নে তালিকাভুক্ত হয়ে গিয়েছে। হাই-এন্ড এই ফোনের তিনটি কালার মডেল রয়েছথে – কসমিক ব্ল্যাক, লুনার হোয়াইট এবং সেলেস্টিয়াল সিলভার।

ফিচার্স ও স্পেসিফিকেশনস

Mi 11X Pro ফোনে একটি 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজ়োলিউশন 1080X2400 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং কর্নিং গোরিলা গ্লাস দ্বারা ফোনটির ডিসপ্লে সুরক্ষিত। সফ্টওয়্যার হিসেবে Android 11 ভিত্তিক কোম্পানির নিজস্ব MIUI 12 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে ফোনটি।

অত্যন্ত শক্তিশালী একটি 4,250mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার্স রয়েছে এবং সেই সঙ্গে নয়েজ় ক্যান্সেলেশন এবং অডিও জ়ুমের জন্য দেওয়া হয়েছে তিনটি মাইক্রোফোন।

পারফরম্যান্সের দিক থেকে Mi 11X Pro ফোনটি চালিত হচ্ছে একটি Qualcomm Snapdragon 888 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 128GB ও 256GB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে। এছাড়াও ফোনটির স্টোরেজ একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে অনেকটাই বাড়িয়ে নেওয়া যেতে পারে।

একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে Mi 11X Pro ফোনটিতে রয়েছে একটি 108MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 5MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 20MP সেন্সর।