Moto E22s ভারতে আসছে 17 অক্টোবর, 10,000 টাকার কম দামি ফোনের ফিচার কেমন?
Moto E22s একটি এন্ট্রি-লেভেলের 4G স্মার্টফোন হতে চলেছে, যার দাম ভারতে 10,000 টাকারও কম হবে। স্মার্টফোনটি ইতিমধ্যেই ইউরোপের মার্কেটে উপলব্ধ।
Moto E22s Launch News: বাজেট সেগমেন্টে একের পর এক নতুন স্মার্টফোন নিয়ে আসছে Motorola। 17 অক্টোবর জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ড ভারতে আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Moto E22s। এই ফোনটি কেবল মাত্র ফ্লিপকার্ট থেকেই ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে তালিকাভুক্তও করা হয়েছে ফোনটি। Motorola-র তরফ থেকে একটি টুইটে বলা হচ্ছে, “#MotoE22s ফোনে থাকছে একটি দ্রুতগামী 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা আপনাকে সোয়াইপ, স্ক্রল এবং বিভিন্ন অ্যাপের মধ্যে নিরবচ্ছিন্ন ভাবে সুইচ করতে দেবে। 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লেতে আপনার দর্শন অভিজ্ঞতা দুর্দান্ত হতে চলেছে। 17 অক্টোবর এই ফোনটি ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল দোকানে লঞ্চ হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।”
এক্ষেত্রে জেনে রাখা দরকার যে, Moto E22s একটি এন্ট্রি-লেভেলের 4G স্মার্টফোন হতে চলেছে, যার দাম ভারতে 10,000 টাকারও কম হবে। স্মার্টফোনটি ইতিমধ্যেই ইউরোপের মার্কেটে উপলব্ধ।
Moto E22s: সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
Moto E22s ফোনটি পারফরম্যান্সের দিক থেকে চালিত হবে একটি MediaTek Helio G37 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। এই স্মার্টফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট 90Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। হ্যান্ডসেটটিতে পাঞ্চ-হোল ডিজ়াইন দেওয়া হয়েছে, যেখানে সেলফি ক্যামেরা থাকবে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ।
ফোনের প্রসেসরটি পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM-এর সঙ্গে। এছাড়া থাকবে 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি আবার ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও থাকছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
সফটওয়্যার হিসেবে Moto E22s ফোনে থাকছে Android 12 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম। অপ্টিক্সের দিক থেকে থাকছে একটি 16MP প্রাইমারি ক্যামেরা, যা আর একটি সেকেন্ডারি 2MP ক্যামেরার সঙ্গে পেয়ার করা থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই মোটোরোলা হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে। এছাড়া পোনটি ফেস আনলক অথেন্টিকেশনও সাপোর্ট করবে।
5,000mAh থাকতে পারে এই ফোনে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটির দাম হতে পারে 10,000 টাকারও কম।