হাই রেঞ্জের বা প্রিমিয়াম কোয়ালিটির ফোনের ক্ষেত্রে বর্তমানে ভালই সাড়া জাগিয়েছে লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা। শোনা যাচ্ছে, এবার মোটো জি১০০ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি২০০ ফোন। এই নতুন ফোনে ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। মূলত মোটো জি২০০ ফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া ফোনের ডিসপ্লেতে থাকবে একটি হোল পাঞ্চ ডিসপ্লে। অনুমান, দুটো রঙে লঞ্চ হতে পারে মোটো জি২০০ ফোন।
শোনা গিয়েছে, মোটরোলার আসন্ন ফোন মোটো জি২০০ মডেলে একটি Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে থাকতে পারে ৮ জিবি র্যাম। এর আগে শোনা গিয়েছিল যে, অ্যানড্রয়েড ১১ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে মোটো জি২০০ ফোন। যদিও বিভিন্ন টিপস্টার এবং রেন্ডার সূত্রে মোট জি২০০ ফোনের সম্ভাব্য ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন অনলাইনে প্রকাশিত হলেও মোটরোলা কর্তৃপক্ষ এখনও এই ফোন লঞ্চের প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। এমনকি এই ফোনের কোনও স্পেসিফিকেশনও ঘোষণা করেনি মোটোরোলা কোম্পানি।
জার্মান পাবলিশার TechnikNews- এর রিপোর্ট অনুসারে, কালো এবং গ্র্যাডিয়েন্ট নীল রঙে লঞ্চ হতে পারে মোটো জি২০০ ফোন। এছাড়া ফোনের পিছনের অংশে থাকবে কালো রঙে মোটোরোলা batwing লোগো। এর পাশাপাশি মোটো জি২০০ ফোনের পিছনের অংশে ডাবল ট্যাপ ফিঙ্গারপ্রন্ট স্ক্যানার থাকবে নাকি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকবে সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মোটো জি২০০ ফোনের ব্যাটারির ক্ষমতা সম্পর্কেও এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
এর আগে শোনা গিয়েছে মোটো জি১০০ ফোনের সাকসেসর মডেল মোটো জি২০০ ফোনে একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। সেই সময় বিভিন্ন সূত্রে বলা হয়েছিল যে, ওই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম থাকার সম্ভাবনাও ছিল। মোটোজি২০০ ফোনের কোডনেম হতে পারে ‘Yukon/Xpeng’। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা (ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট করবে) এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসরও থাকতে পারে মোটো জি২০০ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে। এই ফোনে চিনে মোটোরোলা এজ এস৩০ হিসেবেও লঞ্চ করতে পারে।
মোটো জি১০০ ফোন চলতি বছর শুরুর দিকে লঞ্চ হয়েছে। সেই ফোনে রয়েছে Qualcomm Snapdragon ৮৭০ ৫জি চিপসেট। তার সঙ্গে ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজও রয়েছে। এ ইনবিল্ইট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও মোটো জি১০০ ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ২০ ওয়াটের TurboPower চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- Vivo V23e 5G: ২৩ নভেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন, থাকতে পারে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর!