এই এপ্রিলেই ভারতে আসতে চলেছে মোটোরোলার (Motorola) নতুন ফোন। শোনা যাচ্ছে, মোটোরোলা ‘জি’ সিরিজের (Mtorola G Series) নতুন মডেল মোটো জি২২ (Moto G22) ভারতে লঞ্চ হতে পারে আগামী সপ্তাহে। মোটোরোলা অ্যাফোর্ডেবল স্মার্টফোন হতে চলেছে এই মোটো জি২২ মডেল। শোনা গিয়েছে, মোটোরোলার এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র্যাম। এছাড়াও এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট আবার ৯০ হার্টজ হতে পারে। এই ফোনে একটি কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে মোটো জি২২ ফোনে। যদিও মোটোরোলা সংস্থা তাদের মোটো জি২২ ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
৯১মোবাইলসের রিপোর্ট অনুসারে মোটো জি২২ ফোন ভারতে লঞ্চ হতে পারে ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিলের মধ্যে। গত ৩ মার্চ ইউরোপে কার্যত নিঃশব্দে এই ফোন লঞ্চ করেছিল মোটোরোলা। হয়তো সেভাবেই ভারতে লঞ্চ হতে পারে মোটো জি২২ ফোন। ইউরোপে মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোন লঞ্চের সময়েই মোটোরোলা সংস্থা জানিয়েছিল যে এই ফোন ভারতে, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্য প্রাচ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হবে।
মোটো জি২২ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
আরও পড়ুন- Xiaomi 12 Pro: শাওমি শোস্টপার! ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো, ঘোষণা সংস্থার