মোটোরোলা জি সিরিজের ফোন মোটো জি৫২।
মোটো জি৫২ (Moto G52), ইউরোপে সম্প্রতি লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series Smartphone) এই স্মার্টফোন। এখানে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর আছে। এছাড়াও মোটো জি৫২ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০ ওয়াটের টার্বো চার্জ সাপোর্ট। মোটোরোলা সংস্থা জনিয়েছে যে তাদের ‘জি’ সিরিজের ফোন মোটো জি৫২ এবার ভারতেও লঞ্চ হতে চলেছে।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা বলেছেন, লেনোভো অধিকৃত মোটোরোলা সংস্থা তাদের ‘জি’ সিরিজের ফোন মোটো জি৫১ ভারতে দ্রুত লঞ্চ করতে পারে। তবে এই ফোনের লঞ্চের দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে মোটো জি৫২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে pOLED প্যানেল থাকতে পারে। তার সঙ্গে slim bezels থাকার সম্ভাবনা রয়েছে। ভারতে লঞ্চ হতে যাওয়া মোটো জি৫২ ফোনের একটি সম্ভাব্য ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেটা দেখতে অনেকটা মোটো জি৫২ ফোনের ইউরোপীয় ভ্যারিয়েন্টের মতো।
মোটো জি৫২ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ইউরোপে লঞ্চ হওয়া মোটো জি৫২ ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে বলে মনে করা হচ্ছে। সেই ভিত্তিতেই মোটো জি৫২ ফোনের বেশ কয়েকটি সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ করা হল।
- ডুয়াল সিমের (ন্যানো) স্লট থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২- এর সাপোর্ট। এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। মোটো জি৫২ ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র্যাম।
- মোটো জি৫২ ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এই ফোনের সামনের অংশে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- মোটোরোলা জি সিরিজের এই ফোনে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।
- কানেক্টিভিটি অপশন হিসেবে মোটো জি৫২ ফোনে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, জিপিএস একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি টাইপ- সি ইউএসবি পোর্ট থাকতে পারে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। বায়োমেট্রিক অথেনটিফিকেশন হতে পারে এই ফিচারের সাহায্যে।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৩০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট থাকার সভাবনা রয়েছে। একবার চার্জ দিলে ৩৭.৯ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট থাকবে বলে দাবি করেছে মোটোরোলা সংস্থা। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ধুলো এবং জলের ক্ষেত্রে রেজিসট্যান্ট ডিভাইস।
আরও পড়ুন- Vivo X80 Series: ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে, দেখে নিন সম্ভাব্য ফিচার