এসে গেল Moto G54 5G, দাম মাত্র 15,999 টাকা, 50MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারি
Moto G54 5G ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা।
Motorola ভারতে এক সপ্তাহের ব্যবধানে আরও একটি স্মার্টফোন লঞ্চ করে দিল। নতুন হ্যান্ডসেটের নাম Moto G54 5G। এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, 12GB পর্যন্ত RAM, 6,000mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা। এই Moto G54 5G ফোনটিকে দেশের প্রথম স্মার্টফোন বলা হচ্ছে, যাতে পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর। এই ফোনের দাম কত, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Moto G54 5G: দাম কত, কোথায় বিক্রি হবে
Moto G54 5G ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। মোটোরলার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে 13 সেপ্টেম্বর। মিডনাইট ব্লু, পার্ল ব্লু এবং মিন্ট গ্রিন এই তিন রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Moto G54 5G: কী অফার রয়েছে
1) লঞ্চ অফারে ICICI Bank এর কাস্টমাররা চমৎকার অফার পেয়ে যাবেন। 1,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যেমন মিলবে, তেমনই আবার থাকছে 1,500 টাকার এক্সচেঞ্জ অফারও।
2) Jio কাস্টমাররা এই ফোন ক্রয় করলে পেয়ে যাবেন 5,000 টাকার বেনিফিটস।
Moto G54 5G: ফিচার ও স্পেসিফিকেশন
Moto G54 5G-তে রয়েছে একটি 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ আবার বাড়িয়ে নেওয়া যেতে পারে 1TB পর্যন্ত।
ফটোগ্রাফির জন্য এই ফোন অসাধারণ। ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে Moto G54 5G ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি OIS সাপোর্টেড 50MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই আলট্রা লেন্সে ম্যাক্রো এবং ডেপথ ফিচার্স দুই-ই রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম রয়েছে। ফোনটি পরবর্তী সফটওয়্যার আপডেট অর্থাৎ Android 14-ও পেতে চলেছে সময় মতো। পাশাপাশি তিন বছরের সিকিওরিটি আপডেটও পাবে ফোনটি।