ভারতে আসছে মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন স্মার্টফোন মোটো জি৭১ ৫জি। এই ফোন দেশে লঞ্চ হবে আগামী ১০ জানুয়ারি। গত বছর নভেম্বর মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল মোটোরোলা ‘জি’ সিরিজের এই স্মার্টফোন। এবার আসতে চলেছে ভারতে। সম্প্রতি মোটো জি৭১ ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে তারই একটা আভাস পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মোটো জি৭১ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত আছে ৮ জিবি পর্যন্ত র্যাম। এছাড়াও এই ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
টিপস্টার অভিষেক যাদব ভারতে মোটো জি৭১ ৫জি ফোনের দাম কত হতে পারে তার আভাস দিয়েছেন টুইটারে। এই টিপস্টারের দাবি, ভারতে মোটরোলা ‘জি’ সিরিজের এই ৫জি স্মার্টফোনের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা। তবে কী রঙে এই ফোন লঞ্চ হবে, এই ফোনে র্যাম এবং স্টোরেজ কত থাকবে, এই প্রসঙ্গে কিছু এখনও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপে মোটো জি৭১ ৫জি ফোন লঞ্চ হয়েছিল EUR ২৯৯.৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,২০০ টাকায়। আগামী ১০ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৭১ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোনের লঞ্চ সম্পর্কিত একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে যে, ভারতে মোটো জি৭১ ৫জি ফোন লঞ্চের পর তা ফ্লিপকার্টের সাইট থেকে কেনা যাবে।
একনজরে দেখে নেওয়া যাক মোটো জি৭১ ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার