Moto G71 Launch Date In India: জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই ভারতে মোটো জি৭১, দাম হতে পারে ২০ হাজার টাকারও কম
Motorola Upcoming Smartphone: টিপস্টার যোগেশ ব্রার সম্প্রতি একটি ট্যুইটে দাবি করেছেন যে, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই Moto G71 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে যেতে পারে। ফোনের দাম কত হতে পারে, কী কী ফিচার্স থাকতে পারে, একবার দেখে নিন।
মোটো জি৭১ (Moto G71) ফোনটি ভারতে খুব শিগগিরই লঞ্চ করতে চলেছে। ফোনটি ঠিক কবে নাগাদ লঞ্চ করবে, অফিসিয়ালি সেই লঞ্চ ডেট সম্পর্কে লেনোভোর এই সংস্থা কিছু জানায়নি। তবে ইঙ্গিত মিলেছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ফোনটি ভারতের বাজারে চলে আসবে। গ্লোবাল মার্কেটে মাত্র কয়েক দিনের ব্যবধানে মোট পাঁচটি স্মার্টফোন লঞ্চ করেছে মোটোরোলা। তার মধ্যে ভারতে হাজির হয়েছে কেবল মাত্র দুটি। অর্থাৎ পাইপলাইনে রয়েছে আরও তিনটি। আসন্ন এই মোটো জি৭১ ফোনে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং FHD+ OLED ডিসপ্লে।
টিপস্টার যোগেশ ব্রার (@heyitsyogesh) ট্যুইটারে এই খবরটি সর্বপ্রথম জানিয়েছেন। তিনিই ইঙ্গিত দিয়েছেন যে, ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করতে পারে। যোগেশ ব্রার দাবি করেছেন যে, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে যেতে পারে। যদিও এই টিপস্টার নির্দিষ্ট করে মোটো জি৭১ ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানাতে পারেননি। পাশাপাশি লেনোভোর সংস্থা মোটোরোলার তরফ থেকেও এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। এই ফোনের দাম কত হতে পারে, কেমন হতে পারে তার ফিচার্স – সেই সব তথ্য একবার জেনে নেওয়া যাক।
মোটো জি৭১ দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
এই ফোনটি ইতিমধ্যেই একাধিক মার্কেটে চলে এসেছে। আর সেখান থেকেই ফোনের ফিচার্স সম্পর্কে একটা ধারণা মিলেছে। এই মোটো জি৭১ ফোনে থাকছে একটি ৬.৪ ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে যার রেজোলিউশন ১০৮০X২৪০০ পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০Hz। পারফর্ম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সাহায্যে যা পেয়ার করা থাকছে ৮জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাহায্যে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
অপ্টিক্সের দিক থেকে ফোনটি ঢেলে সাজানো হচ্ছে। রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে থাকছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হচ্ছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ইউরোপে এই মোটো জি৭১ ফোনটি লঞ্চ করা হয়েছে ২৯৯.৯৯ মার্কিন ডলার বা প্রায় ২৫,২০০ টাকায়। চিনের মার্কেটে আবার এই ফোন নিয়ে আসা হয়েছে Yuan 1699 বা ২০,০০০ টাকা দামে। দুটি দামই ধার্য করা হয়েছে ফোনের ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। ভারতে এই মোটো জি৭১ ফোনটিই ২০,০০০ টাকার মধ্যেই লঞ্চ হতে পারে বলে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে।
আরও পড়ুন: আইফোন ১২ মিনির দামে ব্যাপক ছাড়! কোথায়, কত দামে পাবেন, দেখে নিন
আরও পড়ুন: এই ফোনে কী কী ফিচার থাকতে পারে? আনুষ্ঠানিক লঞ্চের আগে দেখে নিন একনজরে
আরও পড়ুন: রিয়েলমি জিটি ২ প্রো ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন কেমন হবে?