OnePlus 10 Pro: এই ফোনে কী কী ফিচার থাকতে পারে? আনুষ্ঠানিক লঞ্চের আগে দেখে নিন একনজরে

ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ থাকবে বলে শোনা গিয়েছে। ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সঙ্গে এই সিরিজের রেগুলার ভ্যারিয়েন্ট ওয়ানপ্লাস ১০- ও লঞ্চ হবে। 

OnePlus 10 Pro: এই ফোনে কী কী ফিচার থাকতে পারে? আনুষ্ঠানিক লঞ্চের আগে দেখে নিন একনজরে
ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2022 | 9:55 AM

আগামী ৪ জানুয়ারি ওয়ানপ্লাস সংস্থা তাদের নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ১০ প্রো কবে লঞ্চ হবে সেকথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে। এ যাবৎ বিভিন্ন সূত্র মারফৎ শোনা গিয়েছে, ১১ জানুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও তা নিশ্চিত নয়। ওয়ানপ্লাস ১০ প্রো ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিন ঘোষণার আগে এই ফোনের সম্ভাব্য যেসমস্ত স্পেসিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে, সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

টিপস্টার ঈশান আগরওয়াল টুইটারে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলোর কথা জানিয়েছেম। ওয়ানপ্লাস সংস্থার তরফেও এই ফোনের কিছু কিছু ফিচার প্রকাশ করা হয়েছে। যেমন বলা হয়েছে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে LTPO 2.0 ডিসপ্লে থাকবে। এর সাহায্যে ইউজাররা কোনও কিছু দেখা বা গেম খেলার ক্ষেত্রে দারুণ ভাল অভিজ্ঞতা পাবেন। এছাড়াও ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ থাকবে বলে শোনা গিয়েছে। ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সঙ্গে এই সিরিজের রেগুলার ভ্যারিয়েন্ট ওয়ানপ্লাস ১০- ও লঞ্চ হবে।

জনপ্রিয় টিপস্টার ঈশান আগরওয়ালের মতে,

  • ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। কোয়াড এইচডি প্লাস রেসোলিউশন থাকতে পারে ডিসপ্লেতে।
  • এই ফোনে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ৮০ ওয়াটের সুপার VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে। এই প্রথম কোনও ওয়ানপ্লাস ফোনে এই ফিচার থাকবে।
  • ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট এবং তার সঙ্গে যুক্ত LPDDR5 র‍্যাম ও UFS 3.1 স্টোরেজ থাকতে পারে।
  • এই ফোনের ব্যাক প্যানেলে second-generation Hasselblad ক্যামেরা ফিচার থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি ৮ মেগাপিক্সেলের স্ন্যাপার থাকতে পারে। এর পাশাপাশি ফোনের সামনের ডিসপ্লেতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকার সম্ভাবনা রয়েছে।
  • ওই টিপস্টারের দাবি যে, ওয়ানপ্লাস ১০ সিরিজের ‘প্রো’ মডেল ৮.৫ মিলিমিটার পুরু হবে। তবে এই ফোন ওয়ানপ্লাস ৯ প্রো- এর তুলনায় সরু। শুধু তাই নয়, সত্যিই যদি ওয়ানপ্লাস ১০ প্রো এতটাই সরু হয় তাহলে এই ফোন স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা, আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনের থেকেও সরু বলা হবে।
  • ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারও থাকতে পারে। এছাড়াও এই ফোনে ডুয়াল সিমের স্লট (ন্যানো), কানেক্টিভিটি অপশন হিসেবে টাইপ- সি ইউএসবি অডিয়ো, ডলবি অ্যাটমোস সাপোর্ট যুক্ত ডুয়াল স্টিরিয়ো স্পিকার— এইসব ফিচার থাকতে পারে।

আরও পড়ুন- Vivo Y21T: জল্পনার অবসান ঘটিয়ে ইন্দোনেশিয়ায় এল ভিভো ওয়াই২১টি, সামনের সপ্তাহেই ভারতে

আরও পড়ুন- Realme GT 2 Pro: রিয়েলমি জিটি ২ প্রো ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন কেমন হবে?