Moto G84 5G এসে গেল 19,999 টাকায়, লেদার ব্যাক প্যানেল ও 50MP ক্যামেরা

Moto G84 5G ফোনটি ভারতে একটাই মাত্র স্টোরেজ অপশনে নিয়ে আসা হয়েছে। সেই 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম ভারতে 19,999 টাকা। ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদির ফলে এই ফোনটি বিক্রিবাট্টা শুরু হওয়ার প্রথম কয়েক দিন 18,999 টাকায় পাওয়া যাবে।

Moto G84 5G এসে গেল 19,999 টাকায়, লেদার ব্যাক প্যানেল ও 50MP ক্যামেরা
এসে গেল নতুন মোটোরলা স্মার্টফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 2:23 PM

Motorola ফের একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল। সেই ফোনটি যোগ করা হয়েছে জনপ্রিয় Moto G-সিরিজ়ে, যার নাম Moto G84 5G। এই লেটেস্ট মোটো স্মার্টফোন লঞ্চ করা হয়েছে 20,000 টাকা বাজেটের মধ্যে। তরুণ প্রজন্মের কাস্টমার বিশেষ করে কলেজ পড়ুয়াদের জন্য ডিজ়াইন করা এই স্মার্টফোনে রয়েছে চমৎকার ক্যামেরা সিস্টেম, ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ট্রেন্ডি ডিজ়াইন। আকর্ষণীয় বিষয়টি হল Moto G84 হল মোটোরলার G-সিরিজ় লাইনআপের প্রথম কোনও স্মার্টফোন, যা প্যান্টোন কালার এডিশনে হাজির হয়েছে। প্রসঙ্গত, প্যান্টোন মূলত পরিচিত কালার ম্যাচিং এবং স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য। মূল ফিচার্সের মধ্যে রয়েছে 50MP OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন) সক্রিয় ক্যামেরা, 256GB স্টোরেজ এবং 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 33W চার্জার।

Moto G84 5G: দাম, কবে থেকে কেনা যাবে

Moto G84 5G ফোনটি ভারতে একটাই মাত্র স্টোরেজ অপশনে নিয়ে আসা হয়েছে। সেই 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম ভারতে 19,999 টাকা। ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদির ফলে এই ফোনটি বিক্রিবাট্টা শুরু হওয়ার প্রথম কয়েক দিন 18,999 টাকায় পাওয়া যাবে। তাছাড়া কাস্টমারদের কাছে এই ফোনটি পৌঁছে দিতে Jio-র সঙ্গে জুটি বেঁধেছে Motorola। তার ফলে 5,000 টাকা পর্যন্ত বেনিফিটস পাওয়া যাবে। যদিও Jio-র 399 টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করলেই পাওয়া যাবে অফারটি।

এই মোটোরলা স্মার্টফোনের ভিভা ম্যাজেন্টা এবং মার্শম্যালো ব্লু অপশনের মডেলগুলির জন্য থাকছে একটি লেদার ফিনিশ ব্যাক প্যানেল। আবার, মিডনাইট ব্লু ভ্যারিয়েন্টের জন্য গ্লাসের মতো PMMA মেটিরিয়ালে পাওয়া যাবে ফোনটি।

Moto G84 5G: ফিচার ও স্পেসিফিকেশন

Moto G84 5G ফোনে রয়েছে 6.5 ইঞ্চির pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এই ডিসপ্লে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। এই ডিসপ্লেটি DCI-P3 100 শতাংশ কালার দিতে পারে। ফোনের এই pOLED প্যানেলটি অনেকটাই AMOLED প্যানেলের সঙ্গে সমতুল্য। এই রেঞ্জের বেশির ভাগ স্মার্টফোনেই এই ধরনের ডিসপ্লে দেওয়া হয়।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি। Moto G84 5G-র ব্যাক প্যানেলে রয়েছে দুটি সেন্সর। তার একটি 50MP OIS ক্যামেরা এবং অপরটি 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা। তবে অতিরিক্ত কোনও ম্যাক্রো বা ডেপথ ক্যামেরা থাকছে না ফোনটিতে। তার পরিবর্তে থাকছে একটি সেকেন্ডারি ক্যামেরা, যা ম্যাক্রো ফটোগ্রাফির জন্য আদর্শ। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

হার্ডওয়্যারের পাশাপাশি ফোনটির সফটওয়্যারেও একাধিক পরিবর্তন করা হয়েছে। আপাতত Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম রয়েছে ফোনটিতে, পরবর্তীতে তা Android 14 আপগ্রেডেশন পেতে চলেছে।