মোটোরোলা এজ ২০ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা ইতিমধ্যেই টুইটারে একটি টিজার পোস্টার শেয়ার করেছে। সেখানে অবশ্য ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ বলা হয়নি। বরং ‘কামিং সুন’ ট্যাগের সাহায্যে এটা বোঝানো হয়েছে যে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ২০ প্রো। এদিকে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট আবার ইঙ্গিত দিয়েছে যে পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ২০ প্রো ফোন। এর আগে জুলাই মাসে প্রকাশ হয়েছিল মোটোরোলা এজ ২০ সিরিজের আরও দু’টি ফোন, মোটোরোলা এজ ২০ এবং মোটোরোলা এজ ২০ লাইট।
জানা গিয়েছে, মোটোরোলা ইন্ডিয়ার পেজ থেকে টুইট করে বলা হয়েছে যে ভারতে আসতে চলেছে মোটরোলা এজ ২০ প্রো ফোন। যদিও ওই টিজারে ফোনের মডেলের নির্দিষ্ট কোনও নাম দেওয়া হয়নি। এদিকে যে ছবি ওই টিজারে প্রকাশ হয়েছে, সেখানে দেখা গিয়েছে ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্লিপকার্টের তরফে আবার জানা গিয়েছে যে, ১ অক্টোবর সম্ভবত মোটোরোলা এজ ২০ প্রো লঞ্চ হতে পারে ভারতে। বিশেষজ্ঞদের একাংশের অনুমান ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল থেকে এই ফোনে কেনা যাবে। উল্লেখ্য, গত অগস্ট মাসে মোটোরোলা ইন্ডিয়ার প্রধান (কান্ট্রি হেড) প্রশান্ত মনি নিশ্চিতভাবে জানিয়েছিলেন যে ভারতে মোটোরোলা এজ ২০ প্রো লঞ্চ হবে।
মোটোরোলা কর্তৃপক্ষ এখনও এই ফোনের সঠিক দাম প্রসঙ্গে কিছু জানায়নি। তবে ইউরোপে এই ফোনে ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল EUR ৬৯৯.৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০,৫০০ টাকা। ইন্ডিগো ভেগান লেদার এবং মিডনাইট ব্লু- এই দুই রঙে ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল মোটোরোলা এজ ২০ প্রো ফোন।