ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোন। ২৪ ফেব্রুয়ারি দেশে এই ফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই মোটোরোলার এই ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। বলা হচ্ছে, মোটরোলা এজ এক্স৩০ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে মোটরোলা এজ ৩০ প্রো মডেল। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ থাকার সম্ভাবনা রয়েছে। এক টিপস্টারের দাবি, সম্ভবত মোটরোলার এই ফোন সম্ভবত সবচেয়ে অ্যাফোর্ডেবল রেঞ্জের স্মার্টফোন হতে চলেছে যেখানে এই ফাস্ট এবং আধুনিক চিপসেট থাকবে। স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের সঙ্গে তুলনায় এই কথা বলা হয়েছে। কারণ ওই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর রয়েছে। আর ফোনের দাম শুরু হচ্ছে ৭২,৯৯৯ টাকা থেকে।
ভারতে মোটরোলা এজ ৩০ প্রো ফোনের দাম কত হতে পারে?
৯১মোবাইল জানিয়েছে টিপস্টার যোগেশ বরারের মতে ২৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে মোটরোলা এজ ৩০ প্রো ফোন। বাক্সে এর দাম থাকতে পারে ৫৫,৯৯৯ টাকা। আর ফ্লিপকার্টের মাধ্যমে ৪৯,৯৯৯ টাকায় কেনা যেতে পারে এই ফোন। এছাড়াও শোনা গিয়েছে যে, এই ফোনের দামে একাধিক ছাড় যুক্ত হতে পারে। বিভিন্ন ব্যাঙ্কের কার্ডে থাকবে ছাড়। এর ফলে দাম আর একটু কমে ৪৪,৯৯৯ টাকা হতে পারে। মোটরোলা সংস্থা আনুষ্ঠানিক ভাবে অবশ্য এই ফোনের দাম এখনও প্রকাশ করেনি।
মোটোরোলা এজ ৩০ প্রো ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
আরও পড়ুন- iPhone 13 Flipkart Offer: একধাক্কায় ২০,৫০০ টাকা দাম কমল আইফোন ১৩- র, কোথায় কীভাবে পাবেন?