Motorola Edge 30 Pro: ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা এজ ৩০ প্রো, ব্যবহার করা যাবে ওয়েবক্যাম হিসেবেও
Motorola Edge 30 Pro: মোটোরোলা এজ ৩০ প্রো ফোনে রয়েছে পাওয়ার শেয়ারিং ফিচার। তাই এই ফোন পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা সম্ভব।
ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৩০ প্রো (Motorola Edge 30 Pro)। এই ফোন মোটোরোলা এজ ২০ প্রো (Motorola Edge 20 Pro)– এর সাকসেসর মডেল (Successor Model)। জানা গিয়েছে, মোটোরোলা এজ ৩০ প্রো ফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের pOLED ডিসপ্লে এবং ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। এই ফোনে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে ‘রেডি ফর’ নামের একটি ফিচার রয়েছে। এর সাহায্যে ইউজাররা মোবাইলের অ্যাপ বড় স্ক্রিনে ব্যবহার করতে পারবেন। কিংবা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন মোটোরোলা এজ ৩০ প্রো ফোন। উইন্ডোজ ১১ ল্যাপটপে এই ফোন ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে।
ভারতে মোটোরোলা এজ ৩০ প্রো ফোনের দাম এবং উপলব্ধতা
ভারতে একটিই স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে মোটরোলা এজ ৩০ প্রো ফোন। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। কসমস ব্লু এবং স্টারডাস্ট হোয়াইট, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা এজ ৩০ প্রো ফোন। ফ্লিপকার্ট এবং অন্যান্য বড় রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে ফোনের বিক্রি।
ফ্লিপকার্টে লঞ্চ অফার হিসেবে ফোনের দামে ৫০০০ টাকা ছাড় (ফ্ল্যাট ডিসকাউন্ট) রয়েছে। এছাড়া রিটেল স্টোর থেকে এসবিআই- এর ক্রেডিট কার্ডে ফোন কিনলে ৫০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। এর পাশাপাশি ক্রেতা যদি জিও গ্রাহক হন তাহলে ১০ হাজার টাকা ছাড় পাবেন। এছাড়াও নো-কস্ট ইএমআই ৯ মাস পর্যন্ত অফারও থাকছে। অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআই কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন।
মোটোরোলা এজ ৩০ প্রো ফোনের স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন অ্যানডড়য়েড ১২- র সাহায্যে পরিচালিত হবে।
- এখানে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
- ডিসপ্লের উপর রয়েছে একটি ২.৫ডি কার্ভ এবং কর্নিং গোরিলা গ্লাস ৩। এখানে আবার রয়েছে অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং।
- এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি LPDDR5 র্যাম যুক্ত রয়েছে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে।
- এছাড়াও মোটোরোলা এজ ৩০ প্রো ফোনে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে রয়েছে ১২৮ জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস। এনএফসি এবং টাইপ-সি ইউএসবি পোর্ট। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এই ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল স্পিকার (ডলবি অ্যাটমোস সাপোর্ট যুক্ত), তিনটি মাইক্রোফোন, ৬৮ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট। এটি একটি IP52 রেটিং প্রাপ্ত জলের ক্ষেত্রে রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে ১৫ মিনিট। এখানে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াটের ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং ফিচারও রয়েছে। আর রয়েছে তিনটি মাইক্রোফোন। ফোনের ওজন ১৯৬ গ্রাম।