Flipkart-এর সেলে ধামাকা অফার Motorola-র এই দুই ফোনে, কয়েক হাজার টাকার ছাড়

Motorola Edge 40 Neo Price: আপনি এই ফোনে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেলের। এর দাম 23,999 টাকা। তবে এই ফোনটি কিনতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। আপনি মাত্র 19,999 টাকায় কিনতে পারবেন।

Flipkart-এর সেলে ধামাকা অফার Motorola-র এই দুই ফোনে, কয়েক হাজার টাকার ছাড়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 2:46 PM

Flipkart Billion Days Sale (2023) শুরু হতে আর বেশি দিন বাকি নেই। 8 অক্টোবর থেকে শুরু হতে চলেছে। এই সেল 15 অক্টোবর পর্যন্ত চলবে। এতে আপনি সব কিছুর উপর প্রচুর ছাড় পাবেন। Motorola সেল শুরুর আগে অফার ঘোষণা করেছে। কোম্পানি তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনে অফার দিচ্ছে। এতে আপনি অনেক কম দামে Motorola-র দু’টি জনপ্রিয় ফোন কিনে ফেলতে পারবেন।

Motorola Edge 40 Neo

এই ফোনে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.55 ইঞ্চি ফুল-এইচডি+ (1080×2400 পিক্সেল) poLED কার্ভড ডিসপ্লে রয়েছে। এতে শক্তিশালী অক্টা-কোর 6nm MediaTek ডাইমেনশন 7030 SoC ব্যবহার করা হয়েছে। আপনি এই ফোনে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেলের। এর দাম 23,999 টাকা। তবে এই ফোনটি কিনতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। আপনি মাত্র 19,999 টাকায় কিনতে পারবেন।

Moto G84 5G

দ্বিতীয় ফোনটি হল Moto G84 5G। চলুন জেনে নেওয়া যাক এতে কী কী ফিচার আছে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। Moto G84 5G তে একটি 6.55 ইঞ্চি pLOED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz। এছাড়াও আপনি 1300 nits-এর একটি উজ্জ্বল ডিসপ্লে পেয়ে যাবেন। স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর রয়েছে। এতে আপনি একটি 5000mAh ব্যাটারি পাবেন। Moto G84 5G-র ব্যাক প্যানেলে রয়েছে দুটি সেন্সর। তার একটি 50MP OIS ক্যামেরা এবং অপরটি 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। তবে আলাদা করে কোনও ম্যাক্রো বা ডেপথ ক্যামেরা নেই এই ফোনটিতে। তার পরিবর্তে রয়েছে একটি সেকেন্ডারি ক্যামেরা, যা ম্যাক্রো ফটোগ্রাফির জন্য একদম উপযুক্ত। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এই স্মার্টফোনটির দাম 19,999 টাকা। কিন্তু আপনি এটি মাত্র 16,999 টাকায় কিনতে পারবেন।