এসে গেল Nokia 110 (2022) ও Nokia 8210 4G, মাত্র 1800 টাকার কম দামে কল রেকর্ডিংয়ের মতো ফিচার

Nokia Latest Feature Phones: ভারতের বাজারে দুটি নতুন ফিচার ফোন নিয়ে হাজির হল নোকিয়া। সেই ফোন দুটির দাম ও ফিচার সম্পর্কিত বিস্তারিত তথ্য এক নজরে দেখে নিন।

এসে গেল Nokia 110 (2022) ও Nokia 8210 4G, মাত্র 1800 টাকার কম দামে কল রেকর্ডিংয়ের মতো ফিচার
পুরনো স্মৃতি আবারও টাটকা করল নোকিয়া!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 8:47 AM

একদিকে যেখানে দেশে 5G লঞ্চের প্রস্তুতি জোরকদমে, ঠিক সেখানেই নোকিয়া ফিচার ফোন থেকে এক পা-ও পিছিয়ে আসেনি। নোকিয়ার ফোন এখন যারা তৈরি করে, সেই এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে দুটি ফিচার ফোন লঞ্চ করেছে। তার একটি হল Nokia 110 (2022)। ফোন করা, বা বড়জোর তার থেকে বেশি একটু মেসেজ করা নিয়ে যাঁদের কাজ, তাঁদের জন্যই নিয়ে আসা হয়েছে এই ফিচার ফোনটি। এর দামও খুব কম, মাত্র 1,700 টাকা। শীঘ্রই এই ফোনটির বিক্রিও শুরু হবে দেশে। আরও একটি নোকিয়া ফিচার ফোন লঞ্চ করেছে এইচএমডি গ্লোবাল, যার নাম Nokia 8210 4G। এই ফোনটি আবার নোকিয়া এবং অ্যামাজ়নের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন ক্রেতারা।

Nokia 110 (2022): ফিচার ও স্পেসিফিকেশন

খুব পাতলা, কম্প্যাক্ট বডি, ফিজ়িক্যাল কিপ্যাড, একহাতে যথেচ্ছ ব্যবহারের জন্য কার্ভড ব্যাক প্যানেল রয়েছে এই ফোনে। তার থেকেও বড় কথা, ফোনটি শক্তপোক্ত, ঠিক নোকিয়ার অন্যান্য ফিচার ফোনগুলি যেমন হয়। পিছনে একটাই ক্যামেরা রয়েছে এর। LCD কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। সিয়ান, চারকোল এবং রোজ় গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে Nokia 110 (2022)।

0.3MP QVGA ক্যামেরা সেন্সর রয়েছে এই নোকিয়া ফিচার ফোনে। বিল্ট-ইন টর্চ, FM রেডিও এবং মিউজ়িক প্লেয়ারও দেওয়া হয়েছে। রয়েছে একটি মাইক্রোএসডি কার্ড স্লট, যা 32GB স্টোরেজ সাপোর্ট করবে। নিশ্চিন্তে ব্যবহার ও লম্বা ব্যাকআপের জন্য রয়েছে একটি 1,000mAh ব্যাটারি। এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল, অটোমেটিক কল রেকর্ডিং। এছাড়াও এই ফোনটি ক্লাসিক স্নেক গেমের নতুন ভার্সনটিও সাপোর্ট করবে।

Nokia 8210 4G: ফিচার ও স্পেসিফিকেশন

Nokia 8210 মডেলটি লঞ্চ করা হয়েছিল 1999 সালে। সেই পুরাতন ডিজ়াইন দ্বারা অনুপ্রাণিত হয়ে এই নতুন মডেলটি নিয়ে আসা হয়েছে, যাতে পলিকার্বোনেট বডি রয়েছে। 2.8 ইঞ্চির QVGA ডিসপ্লে, 0.3MP রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে। লাল ও ডার্ক ব্লু এই দুটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি UNISOC T107 প্রসেসর থাকছে, যা পেয়ার করা রয়েছে 4MB পর্যন্ত RAM এবং 128MB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

Nokia 110 (2022) এবং 8210 4G: দাম ও উপলব্ধতা

Nokia 110 (2022) ফোনটির ভিন্ন রঙের মডেলের দাম বিভিন্ন। সিয়ান ও চারকোল মডেল দুটি মিলবে মাত্র 1,700 টাকায়। অন্য দিকে রোজ় গোল্ড মডেলটির দাম 1,800 টাকা। এর সঙ্গে একটি ফ্রি হেডসেটও দেওয়া হচ্ছে, যার দাম 299 টাকা।

Nokia 8210 4G ভারতে লঞ্চ করা হয়েছে 3,999 টাকা দামে। অ্যামাজ়ন এবং নোকিয়ার ওয়েবসাইট থেকে এই ফোনটি ক্রয় করা যাবে।