নোকিয়া ১১০ ৪জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। দেশের বাজারে HMD Global- এর লেটেস্ট বা সাম্প্রতিক মডেল হিসেবে লঞ্চ হয়েছে এই ফোন। জানা গিয়েছে, জুন মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল নোকিয়ার এই ফোন। স্লিক অর্থাৎ সরু এবং স্টাইলিশ ডিজাইনের এই ফোন যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। অর্থাৎ ব্যবহার করা সহজ। আর হাতের মুঠোয় ফোন যাতে সহজে ধরা যায় সেজন্য নোকিয়ার নতুন ফোনে রয়েছে রাউন্ডেড ফিনিশ। ফোনের উপর এবং নীচের অংশে রয়েছে কার্ভ ডিজাইন। পিছনের অংশেও রয়েছে রাউন্ডেড বা কার্ভড ফিনিশ। ৪জি কানেক্টিভিটি দেওয়ার সঙ্গে সঙ্গে এইচডি ভয়েস কলিং, ওয়্যারড এবং ওয়্যারলেস এফএম রেডিও এবং ১৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম ফিচার রয়েছে। এছাড়াও নোকিয়া ১১০ ৪জি ফোনে একটি ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক, থ্রি-ইন-ওয়ান স্পিকার, ভিডিয়ো এবং এমপিথ্রি প্লেয়ার আর ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ রয়েছে।
ভারতে নোকিয়া ১১০ ৪জি ফোনের দাম ২৭৯৯ টাকা। হলুদ, অ্যাকোয়া এবং কালো রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ২৪ জুলাই থেকে শুরু হয়েছে এই ফোনের বিক্রি। ই-কমার্স সংস্থা অ্যামাজন ছাড়াও নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট Nokia.com থেকে এই ফোন কেনা যাবে।
একনজরে নোকিয়া ১১০ ৪জি ফোনের বিভিন্ন ফিচার
আরও পড়ুন- Samsung Galaxy A22 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোন, দেখুন দাম ও ফিচার