নোকিয়া সি০১ প্লাস বাজেট স্মার্টফোনের পাশাপাশি ভারতে নোকিয়া জি সিরিজের নতুন ফোন জি১০ মডেলও লঞ্চ হয়েছে। নোকিয়া সংস্থার কথায়, ফিচার এবং সেই অনুপাতে দাম অনুযায়ী এই ফোনই বাজেট স্মার্টফোনের তালিকাতেই পড়ে। দুটো রঙ এবং একটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া জি১০ স্মার্টফোন। নোকিয়া জি সিরিজের এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও নোকিয়া জি১০ ফোনে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Helio G25 প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০৫০mAh ব্যাটারি।
এই ফোন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে। নোকিয়া জি১০ স্মার্টফোনের এই স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,১৪৯ টাকা। দু’টি নাইট এবং ডাস্ক রঙে পাওয়া যাবে নোকিয়ার এই স্মার্টফোন। নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। নোকিয়া সংস্থারতরফে এই ফোনের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে।
নোকিয়া সি০১ প্লাস বাজেট স্মার্টফোনের মতো নোকিয়া জি১০ ফোনের ক্ষেত্রেও জিও গ্রাহকরা ১০ শতাংশ ‘instant price support’ পাবেন। এক্ষেত্রে ফোন কেনার জন্য ১১,১৫০ টাকা দিতে হবে। আর ফোন কিনতে হবে মাইজিও অ্যাপ কিংবা রিটেল স্টোর থেকে। জিও ইউজাররা ২৪৯ টাকার রিচার্জ করলে নোকিয়া সি০১ প্লাস ফোনের মতোই ৪০০০ টাকার বেনিফিট পাবেন। Myntra, PharmEasy, Oyo এবং MakeMyTrip- এর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন- Nokia C01 Plus: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার এই ‘বাজেট স্মার্টফোন’, দাম কত?