নোকিয়া জি৫০ স্মার্টফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। নোকিয়া সংস্থার ব্র্যান্ড licensee HMD Global জানিয়েছে নোকিয়া জি৫০ মডেলই সাম্প্রতিক অ্যাফোর্ডেবল ৫জি ফোন। নোকিয়ার এই নতুন স্মার্টফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। এছাড়া ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনে রয়েছে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ এবং একটি অক্টা-কোর Qualcomm Snapdragon ৪৮০ প্রসেসর। আপাতত কেবলমাত্র ব্রিটেনে পাওয়া যাচ্ছে নোকিয়া জি৫০ ফোন। তবে আগামী দিনে বিশ্বের অন্যান্য প্রান্তেও এই ফোন লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। নোকিয়া জি সিরিজে এর আগে নোকিয়া জি১০ এবং নোকিয়া জি২০ ফোনও লঞ্চ হয়েছিল। এবার নোকিয়ার ‘জি’ সিরিজে লঞ্চ হবে নতুন মডেল জি৫০।
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ কনফিগারেশনের দাম GBP ১৯৯.৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২০,১০০ টাকা। মিডনাইট সান এবং ওশান ব্লু– এই দুই রঙে লঞ্চ হয়েছে নোকিয়া জি৫০ স্মার্টফোন। আপাতত ব্রিটেনে বিক্রি হচ্ছে এই ফোন। ভারত বা বিশ্বের অন্যান্য দেশে কবে এই ফোন লঞ্চ হবে, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন- Realme Narzo 50 Series: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৫০এ এবং নারজো ৫০আই, দেখুন দাম ও ফিচার