Nokia G60 5G ভারতে আসছে খুব শিগগিরই, দুর্দান্ত ফিচার্সের এক ঝলক, এখনই দেখুন
Nokia G60 5G হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। তবে ফোনটি লঞ্চের আগে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। কেমন হতে পারে এর ফিচার্স ও স্পেসিফিকেশন, এখনই একবার দেখে নিন।
Nokia স্মার্টফোন যারা প্রস্তুত করে, সেই HMD Global ভারতে সংস্থার একটি 5G হ্যান্ডসেট নিয়ে আসছে, যার নাম Nokia G60 5G। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত বার্তা দিয়েছে যে, এই 5G হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। পাশাপাশি সংস্থার তরফে এ-ও জানানো হয়েছে যে, ভারতে তারও আগে ফোনটির প্রি-অর্ডার উপলব্ধ হবে।
নোকিয়া মোবাইল ইন্ডিয়ার তরফে এদিন টুইটারে আসন্ন 5G স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে নিশ্চিত বার্তা দেওয়া হয়। সেই টুইটে সংস্থা লিখছে, “কালকের জন্য প্রস্তুত হয়ে যান, 120Hz রিফ্রেশ রেট, একটি 50MP ট্রিপল AI ক্যামেরা, হাই-স্পিড 5G কানেক্টিভিটি এবং বেশ কয়েক বছরের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সাপোর্ট সহযোগে Nokia G60 5G লঞ্চ করা হবে। প্রি-বুকিং ও তার সঙ্গে কিছু এক্সক্লুসিভ অফার খুব শীঘ্রই আসছে। #NokiaG605G #Nokiaphones #LoveTrustKeep।”
অফিসিয়াল লঞ্চের কয়েক প্রহর আগে সংস্থা তার অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটি স্পেসিফিকেশন সহ তালিকাভুক্ত করেছে।
Nokia G60 5G ফোনে রয়েছে 6.58 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080X2400 পিক্সেলস। এই হ্যান্ডসেটের রিফ্রেশ রেট 120Hz এবং কর্নিং গোরিলা গ্লাস 5 লেয়ার দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে।
5G সক্রিয় স্মার্টফোনটি পারফরম্যান্সের দিক থেকে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দ্বারা চালিত, যা পেয়ার করা রয়েছে 6GB পর্যন্ত RAM-এর সঙ্গে। 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনের, যা পরবর্তীতে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়িয়ে নেওয়া যেতে পারে।
সফটওয়্যার হিসেবে ফোনটি Android 12 ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাহায্যে চালিত হবে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। রিয়ার প্যানেলে রয়েছে একটি 50MP মেইন সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।