Nokia Smartphone: একসঙ্গে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে নোকিয়া, লঞ্চ হয়েছে অডিয়ো অ্যাকসেসরিজও

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 27, 2021 | 9:20 PM

জানা গিয়েছে, ভারতেও লঞ্চ হবে নোকিয়ার এই তিনটি ফোন। তবে কবে নাগাদ ভারতের বাজারে নোকিয়া এক্সআর ২০, নোকিয়া সি৩০ এবং নোকিয়া ৬৩১০ (২০২১)- ফোন লঞ্চ হবে, তার দিনক্ষণের ব্যাপারে নোকিয়া কর্তৃপক্ষ এখনও কিছু জানাননি। 

Nokia Smartphone: একসঙ্গে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে নোকিয়া, লঞ্চ হয়েছে অডিয়ো অ্যাকসেসরিজও
নোকিয়া এক্সআর২০, নোকিয়া সি৩০ এবং নোকিয়া ৬৩১০ (২০২১) লঞ্চ হয়েছে

Follow Us

নোকিয়ার নতুন ফোন নোকিয়া এক্সআর২০ লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে rugged build ডিজাইন। সেই সঙ্গে রয়েছে withstand drops। জানা গিয়েছে, জলের ক্ষেত্রে নোকিয়া এক্সআর২০ ফোন রেসিসট্যান্ট। অর্থাৎ নোকিয়া এক্সআর ২০ মডেল আসলে ওয়াটার রেসিসট্যান্ট। এদিকে নোকিয়া এক্সআর২০ ছাড়াও নোকিয়া সি৩০ এন্ট্রি লেভেল স্মার্টফোনও লঞ্চ করেছে নোকিয়া সংস্থা। নোকিয়া সি সিরিজের ফোনগুলির মধ্যে নোকিয়া সি৩০ মডেলেই রয়েছে সবচেয়ে বড় স্ক্রিন এবং সবচেয়ে বেশি শক্তিশালী ব্যাটারি। এছাড়াও লঞ্চ হয়েছে নোকিয়া ৬৩১০ (২০২১) অরিজিনাল ফোনের পর এই মডেলের নির্দিষ্ট সিরিজে এই আপডেটেড এবং আপগ্রেডেড ফোন লঞ্চ করেছে নোকিয়া সংস্থা। এছাড়াও নোকিয়া বেশ কয়েকটি অডিয়ো অ্যাকসেসরিজ যেমন- ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস, মোনো হেডসেট এবং ওয়্যারড হেডফোন লঞ্চ হয়েছে।

নোকিয়া একআর২০, নোকিয়া সি৩০ এবং নোকিয়া ৬৩১০ (২০২১) 

  • নোকিয়া এক্সআর২০ মডেলের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম EUR ৪৯৯ (ভারতীয় মূল্যে প্রায় ৪৩,৮০০ টাকা)। অন্যদিকে, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি নোকিয়া কর্তৃপক্ষ। গ্র্যানাইট এবং আলট্রা ব্লু শেডে পাওয়া যাবে এই দু’টি ফোন।
  • নোকিয়া সি৩০ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম EUR ৯৯ (ভারতীয় মূল্যে প্রায় ৮৭০০ টাকা)। এছারো এই ফোনের আরও দু’টি স্টোরেজ কনফিগারেশনের মডেল রয়েছে। সেগুলি হল যথাক্রমে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ও ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশন। তবে এই দুই মডেলের দাম এখনও প্রকাশ হয়নি। সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই তিনটি মডেল।
  • নোকিয়া ৬৩১০ (২০২১) ফিচার ফোনের দাম EUR ৪০ (ভারতীয় মূল্যে ৩৫০০ টাকা)। কালো, গাঢ় সবুজ এবং হাল্কা নীল ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফোন।

জানা গিয়েছে, ভারতেও লঞ্চ হবে নোকিয়ার এই তিনটি ফোন। তবে কবে নাগাদ ভারতের বাজারে নোকিয়া এক্সআর ২০, নোকিয়া সি৩০ এবং নোকিয়া ৬৩১০ (২০২১)- ফোন লঞ্চ হবে, তার দিনক্ষণের ব্যাপারে নোকিয়া কর্তৃপক্ষ এখনও কিছু জানাননি।

আরও পড়ুন- Oppo A93s 5G: এই ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, দাম কত?

Next Article