AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nothing Phone (2) তৈরি হবে ভারতে, ডিজ়াইন হবে আগের থেকে আরও চটকদার

Nothing Phone (1) কিন্তু ভারতে তৈরি করা হয়নি। তবে তার সাক্সেসর ভারতেই নির্মিত হবে। যদি তা ফোনের দামের উপরে খুব একটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে না। কারণ, Nothing Phone (2) ভারতে অ্যাসেম্বল করা হবে না। জানা গিয়েছে, জুলাই মাসে যখন এই ফোনটি লঞ্চ করা হবে, তখন তার দাম 40,000 টাকার মধ্যেই হবে।

Nothing Phone (2) তৈরি হবে ভারতে, ডিজ়াইন হবে আগের থেকে আরও চটকদার
জুলাই মাসেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে।
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 3:14 PM
Share

Nothing Phone (2) ভারতেই তৈরি করা হবে। সংস্থার তরফ থেকে এ দেশের বাজারের চাহিদার কথা উল্লেখ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি লঞ্চের কয়েক প্রহর আগে ফোনের একাধিক স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়েছে Nothing। যদিও ফোনটি নির্দিষ্ট করে কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। এর আগেই Nothing জানিয়েছিল, তাদের দ্বিতীয় প্রজন্মের ফোনটি জুলাই মাসে ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশের বাজারে নিয়ে আসা হবে।

Nothing Phone (1) কিন্তু ভারতে তৈরি করা হয়নি। তবে তার সাক্সেসর ভারতেই নির্মিত হবে। যদি তা ফোনের দামের উপরে খুব একটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে না। কারণ, Nothing Phone (2) ভারতে অ্যাসেম্বল করা হবে না। জানা গিয়েছে, জুলাই মাসে যখন এই ফোনটি লঞ্চ করা হবে, তখন তার দাম 40,000 টাকার মধ্যেই হবে।

Nothing India-র ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার মনু জৈনের কথায়, “Nothing-এর ফোন জনপ্রিয়তা পেয়েছে তার আইকনিক ট্রান্সপারেন্ট ডিজ়াইনের জন্য। এই ডিজ়াইনের জন্য প্রয়োজন হয় হাই-টেক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া, নির্ভুল প্রকৌশল, যা ভারতের স্মার্টফোন উৎপাদন ক্ষমতা বৃদ্ধির দিকে পরিচালিত করেছে। ফোনটি ভারতে তৈরি করার জন্য আমাদের এই চিন্তাভাবনা স্থানীয় উপভোক্তাদের এবং তাঁদের চাহিদার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আমরা ঘোষণা করতে পেরে গর্বিত যে, Nothing Phone (2) ভারতেই তৈরি করা হবে।”

তিনি আরও যোগ করে বলছেন, “নতুন ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় আর্থ-ফার্স্ট পদ্ধতিতে বিশ্বাসী। Phone (2)-কে বাজারের সবথেকে টেকসই ফোনগুলির মধ্যে একটি হিসেবে ডিজ়াইন করা হয়েছে।” ফোনের ব্যাটারি, ডিসপ্লে এবং চিপসেট নিয়েও সংস্থার তরফে জানানো হয়েছে। এই Nothing Phone পারফরম্যান্সের দিক থেকে চালিত হবে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসরের সাহায্যে। এখন এই প্রসেসর দেওয়ার ফলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, আগের প্রজন্মের থেকে এই নতুন প্রজন্মের ফোনের দাম বেশি হবে।

Nothing Phone (2)-এ থাকছে বেশ বড় একটি 6.7 ইঞ্চির স্ক্রিন এবং শক্তিশালী 4,700mAh ব্যাটারি। যদিও কোম্পানি এই ফোনের চার্জিং সংক্রান্ত কোনও তথ্য জানায়নি। মনে করা হচ্ছে, ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ফোনটি।