এক ধাক্কায় 12,000 টাকা সস্তা হল OnePlus 9 5G, প্রিমিয়াম স্মার্টফোন এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই

OnePlus 9 5G Price Cut: প্রথমে 5,000 টাকা আর এখন 7,000 টাকা। গত বছর লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনটির দাম চলতি বছরের মার্চ থেকে জুন মাসের মধ্যে এক্কেবারে 12,000 টাকা কমে গেল। এই প্রাইস কাটের ফলে প্রিমিয়াম ফোনটি এখন অনেকটাই সস্তা হয়ে গিয়েছে।

এক ধাক্কায় 12,000 টাকা সস্তা হল OnePlus 9 5G, প্রিমিয়াম স্মার্টফোন এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই
OnePlus 9 Pro 5G আর দামি নয়। এখন কম দামেই...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2022 | 2:56 AM

ফের দাম কমল OnePlus 9 5G ফোনের। আর সেই দাম কমানো হয়েছে কেবল মাত্র ভারতের মার্কেটের জন্য। 2021 সালে লঞ্চ হওয়া এই ফোনটি এখন ওয়ানপ্লাসের দ্বিতীয় দামি ফোন। স্বাভাবিক ভাবেই এই প্রিমিয়াম হ্যান্ডসেটটি ক্রয় করতে গিয়ে হাতে ছেঁকা খাওয়ার অবস্থা হয় ওয়ানপ্লাস ভক্তদের। গত বছর মার্চে দেশের মার্কেটে এই ফোনটি নিয়ে আসা হয়েছিল। চলতি বছরের মার্চে অর্থাৎ এক বছর ঘুরতে না ঘুরতেই OnePlus 9 5G ফোনের দাম এক ধাক্কায় ভারতে 5,000 টাকা কমানো হয়। ফের একবার সস্তা হল ফোনটি, যার ফলে প্রিমিয়াম এই ফোনটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই চলে এসেছে।

OnePlus 9 5G নতুন দাম

OnePlus 9 5G ফোনের মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে – 8GB এবং 12GB। প্রথম বার 5,000 টাকা দাম কমানোর ফলে ফোনটির 8GB মডেলের দাম হয়েছিল 44,999 টাকা। আর সে বার ফোনটির 12GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হয়েছিল 49,999 টাকা। এবার এই ফোনের দাম একবারে 7,000 টাকা কমানো হয়েছে। ফলে, OnePlus 9 5G ফোনের 8GB মডেলটি পাওয়া যাবে মাত্র 37,999 টাকায় এবং 12GB মডেলটি ক্রয় করতে খরচ হবে মাত্র 42,999 টাকা। অর্থাৎ সব মিলিয়ে এক বছরের মধ্যে 12,000 টাকা সস্তা হল OnePlus 9 5G।

অ্যাস্ট্রাল ব্ল্যাক, আর্কটিক স্কাই এবং উইন্টার মিস্ট – এই তিন কালার ভ্যারিয়েন্টে ফোনটি ক্রয় করতে পারবেন ব্যবহারকারীরা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই নতুন দামে ফোনটির দুটি ভ্যারিয়েন্টই উপলব্ধ হয়ে গিয়েছে।

OnePlus 9 5G স্পেসিফিকেশনস ও ফিচার্স

দুর্ধর্ষ এই OnePlus 9 5G ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি Qualcomm Snapdragon 888 প্রসেসর। এই প্রসেসর পেয়ার করা থাকছে 8GB/12GB RAM-এর সঙ্গে। ফোনটির মোট দুটি স্টোরেজ মডেল রয়েছে – 128GB এবং 256GB।

চমৎকার একটি 6.55 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে, যার রেজ়োলিউশন 1080X2400 পিক্সেলস। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এটি কর্নিং গোরিলা গ্লাস কোটিং দ্বারা সুরক্ষিত।

ডুয়াল সিম সাপোর্টেড এই ওয়ানপ্লাস ফোনে রয়েছে Android 12 অপারেটিং সিস্টেম-ভিত্তিক কোম্পানির নিজস্ব কাস্টম স্কিন। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 48MP। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে একটি 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনে। ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্পিকার্সও দেওয়া হয়েছে। OnePlus 9 5G ফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি, যা 65W ফাস্ট চার্জিং এবং 15W Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।