চিনে সম্প্রতি লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৯আরটি ফোন। সম্ভবত খুব তাড়াতাড়ি ভারতের বাজারেও আসতে চলেছে এই ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এবার ভারতে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের সম্ভাব্য দাম কত হতে পারে, তা প্রকাশ হয়েছে। ওয়ানপ্লাস ৯আর ফোনের আপগ্রেডেড মডেল হিসেবে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৯আরটি স্মার্টফোন। জানা গিয়েছে, নতুন ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে একটি octa-core Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর। এছাড়াও এই ফোনে একটি ১২০Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে দেখা গিয়েছে। ওয়ানপ্লাস ৯আরটি ফোনে রয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট।
জানা গিয়েছে ৪০ থেকে ৪৪ হাজার টাকার মধ্যে ভারতে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের দাম হতে পারে। টিপস্টার যোগেশ বরার এমনই আভাস দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে ওয়ানপ্লাস ৮টি ফোনের মতোই দাম হতে পারে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস ৮টি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৫,৯৯৯ টাকা।
Bureau of Indian Standards (BIS)- এই সার্টিফিকেশন সাইটে অগস্ট মাসেই ওয়ানপ্লাস ৯আরটি ফোনের নাম দেখা গিয়েছিল। অনুমান করা হচ্ছে, চলতি মাস অর্থাৎ অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বর মাসের শুরুতে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও ওয়ানপ্লাস সংস্থা এখনও ভারতে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি।
অন্যদিকে উল্লেখ্য, চিনে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৩২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,৬০০ টাকার সমান। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৩৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৪০,৯০০ টাকার সমান।
আরও পড়ুন- Nokia XR20: দিওয়ালিতে বিনামূল্যে এয়ারবাডস-সহ নোকিয়ার এই দুরন্ত স্মাটফোন সম্পর্কে কিছু তথ্য় জানুন…