ওয়ানপ্লাস ৯আরটি ভারতে লঞ্চ হতে পারে। তবে অন্য নামে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। সম্প্রতি এক টিপস্টার মারফৎ শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ৯আরটি ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস আরটি নামে। অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৯আরটি ফোন। সেখানে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। এটিই ফোনের প্রাইমারি বা মেন ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর।
ওয়ানপ্লাস ৯আরটি ফোন যে ওয়ানপ্লাস আরটি নামে ভারতে লঞ্চ হতে পারে সেটা দুটো আলাদা গুগল ওয়েবসাইট মারফৎ জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই দুই গুগল ওয়েবসাইটে ওয়ানপ্লাস আরটি ফোনের নাম দেখা গিয়েছে। গুগল সাপোর্টেড ডিভাইস লিস্ট এবং গুগল প্লে লিস্টিং ওয়েবসাইটে ওয়ানপ্লাস ৯আরটি ফোন ওয়ানপ্লাস আরটি নামে দেখা গিয়েছে। টিপস্টার মুকুল শর্মা তেমনটাই জানিয়েছেন। অক্টোবর মাসে চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে এই ফোনের নামের ফারাক রয়েছে। তবে পার্থক্য থাকলেও দুটো ফোন একই বলে মনে করা হচ্ছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস সার্টিফিকেশন সাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে।
আগে শোনা গিয়েছিল যে, হয়তো নভেম্বরেই এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে আপাতত গুগলের ওয়েবসাইটে ওয়ানপ্লাস আরটি ফোনের নাম নজরে এলেও এই ফোন ভারতের স্মার্টফোনের বাজারে কবে লঞ্চ হবে তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি ওয়ানপ্লাস কর্তৃপক্ষ। যেহেতু ওয়ানপ্লাস ৯আরটি এবং ওয়ানপ্লাস আরটি একই ফোন হতে চলেছে বলে মনে করা হচ্ছে, তাই এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনেও মিল থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেইজন্য একনজরে দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস ৯আরটি ফোনের কিছু বৈশিষ্ট্য।
আরও পড়ুন- Samsung Galaxy S21 FE: ফাঁস হয়েছে এই ফোনের লাইভ ইমেজ! ডিজাইনের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে?