OnePlus Nord 2 5G: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ৫জি স্মার্টফোন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 22, 2021 | 10:47 PM

এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি Sony IMX766 প্রাইমারি সেনসর রয়েছে।

OnePlus Nord 2 5G: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ৫জি স্মার্টফোন
ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোনে একটি octa-core MediaTek Dimensity ১২০০-AI প্রসেসর রয়েছে। 

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোন। এর আগে দেশে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড মডেল। এবার ওয়ানপ্লাসের নর্ড সিরিজে যুক্ত হল আরও একটি মডেল।

ভারতে ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনের দাম

  • এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা।
  • অন্যদিকে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা।
  • ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের টপ মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা।
  • Blue Haze, Gray Sierra, Green Wood— এই তিনটি রঙে ভারতে পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোন।
  • আগামী ২৬ জুলাই থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট OnePlus.in থেকে এই ফোন কেনা যাবে। তবে এই সুযোগ কেবলমাত্র অ্যামাজন প্রাইম মেম্বার এবং ওয়ানপ্লাস রেড কেবল ক্লাবের মেম্বাররা পাবেন।
  • ২৮ জুলাই থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট OnePlus.in, OnePlus Experience Stores এবং অন্যান্য রিটেল পার্টনার (যেমন- বিজয় সেলস) থেকে এই ফোন কিনতে পারবেন সাধারণ মানুষ।

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার

১। ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ এবং OxygenOS 11.3।

২। ৬.৪৩ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস Fluid AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে।

৩। ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি ফোনে একটি octa-core MediaTek Dimensity ১২০০-AI প্রসেসর রয়েছে।

৪। এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি Sony IMX766 প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে optical image stabilisation (OIS) ফিচার। এছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর। এছাড়াও এই ফোনে ৪কে ভিডিয়ো রেকর্ডিং ফিচার রয়েছে। সেই সঙ্গে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে।

৫। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ওয়ানপ্লাসের নতুন ৫জি ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার। সেখানে আবার নয়েজ ক্যানসেলেশন ফিচারও রয়েছে। এছাড়াও রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট।

৬। এই ফোনের ব্যাটারি ৪৫০০mAh। তার সঙ্গে Warp Charge ৬৫ সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে মাত্র ৩০ মিনিট সময় লাগে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। ফোনের ওজন ১৮৯ গ্রামের আশপাশে।

আরও পড়ুন- দু’টি ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে শাওমির, একটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপ

Next Article