OnePlus Nord 2 CE 5G: নতুন বছর ফেব্রুয়ারি মাসের আগে এই ফোন লঞ্চের কোনও সম্ভাবনা নেই, অনুমান এক টিপস্টারের

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 24, 2021 | 10:55 PM

টিপস্টার যোগেশ বররা টুইটারে একটি পোস্টে করেছেন সম্প্রতি। সেখানে তিনি বলেছেন, ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের আগে লঞ্চ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

OnePlus Nord 2 CE 5G: নতুন বছর ফেব্রুয়ারি মাসের আগে এই ফোন লঞ্চের কোনও সম্ভাবনা নেই, অনুমান এক টিপস্টারের
ছবি সৌজন্যে- BGR India

Follow Us

গত কয়েক সপ্তাহ ধরে ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোন নিয়ে অনেক আলোচনা চলছে। চিনের সংস্থার এই স্মার্টফোন আগামী বছর প্রথম তিনমাসের মধ্যে লঞ্চ হবে বলে শোনা গিয়েছিল কয়েকদিন আগে। এবার নতুন একটি রিপোর্টে শোনা গিয়েছে, ২০২২ সাল অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাসের আগে এই ফোন লঞ্চের সম্ভাবনা নেই। এই ফোন আসলে ওয়ানপ্লাস নর্ড সিই মডেলের সাকসেসর ভার্সান। চলতি বছর জুন মাসে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই। অন্যদিকে জানা গিয়েছে, ওয়ানপ্লাসের আসন্ন ফোনের কোডনাম ‘ইভান’। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছিল। অর্থাৎ ভারতেও যে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে তা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। ভারতে এই ফোনের দাম হতে পারে ২৮ হাজার টাকার আশপাশে।

টিপস্টার যোগেশ বররা টুইটারে একটি পোস্টে করেছেন সম্প্রতি। সেখানে তিনি বলেছেন, ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের আগে লঞ্চ হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে কবে এই ফোন লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু ঘোষণা করা হয়নি। ওয়ানপ্লাস সংস্থা তাদের আসন্ন এই ফোন অর্থাৎ ওয়ানপ্লাস নর্ড ২ সিই সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনও কিছুই ঘোষণা করেনি। এ যাবৎ এই ৫জি ফোন সম্পর্কে যা জানা গিয়েছে তা সবই অনলাইনে বিভিন্ন সাইট বা টিপস্টারদের মাধ্যমে। যেমন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সাইটে ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৫জি ফোনের নম্বর দেখা গিয়েছে IV2201। এর থেকে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন যে, ভারতে এই ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই।

ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৫জি ফোন সম্পর্কে সম্ভাব্য যে সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে সেখানে বলা হয়েছে, এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও ডুয়াল ন্যানো সিমের স্লট এবং মাইক্রো এসডি কার্ড থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
  • এছাড়াও বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৫জি ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। অ্যানড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন অপারেটিং সিস্টেম ১২- র সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে।
  • এছাড়াও এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক Dimensity ৯০০ চিপসেট। তার সঙ্গে ৬ জিবি ও ১২ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এর পাশাপাশি শোনা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৫জি ফোনে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকতে পারে।
  • ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের পাশাপাশি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফোনের সামনে ডিসপ্লেতে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৪৫০০mAh ব্যাটারি এবং ৬৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Vivo V23 5G Series: বছর শেষে ভিভোর বড় ঘোষণা, নতুন বছরের শুরুতেই আসছে ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোন সিরিজ

Next Article