AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivo V23 5G Series: বছর শেষে ভিভোর বড় ঘোষণা, নতুন বছরের শুরুতেই আসছে ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোন সিরিজ

ভিভো ভি২৩ ৫জি সিরিজের ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনাও রয়েছে।

Vivo V23 5G Series: বছর শেষে ভিভোর বড় ঘোষণা, নতুন বছরের শুরুতেই আসছে ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোন সিরিজ
ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই স্মার্টফোন। ছবি সৌজন্যে- MSN
| Edited By: | Updated on: Dec 24, 2021 | 9:05 PM
Share

ভিভো ভি২৩ ৫জি সিরিজ ভারতে লঞ্চের নির্দিষ্ট দিন ঘোষণা করেছে। প্রথমে শোনা গিয়েছিল যে ৪ জানুয়ারি এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। তবে চিনের টেক জায়ান্ট এবার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে আগামী ৫ জানুয়ারি ভারতে লঞ্চ হবে ভিভো ভি২৩ ৫জি ফোনের সিরিজ। জানা গিয়েছে, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোন সিরিজ লাইভ হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও এই ফোনের সিরিজের নাম দেখা গিয়েছে ভিভো অফিশিয়াল ওয়েবসাইটে। ফ্লিপকার্ট এবং ভিভো অফিশিয়াল সাইটে এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখানো হয়েছে। ভিভো সংস্থা এখনও নির্দিষ্ট ভাবে জানায়নি যে ভিভো ভি২৩ ৫জি সিরিজে কোন কোন মডেল লঞ্চ হবে। তবে শোনা গিয়েছে যে, এই স্মার্টফোন সিরিজে ভিভো ভি২৩ ৫জি এবং ভিভো ভি২৩ প্রো ফোন লঞ্চ হতে পারে।

ভিভো সংস্থার তরফে টুইট করে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে ভিভো ভি২৩ ৫জি সিরিজ। আর এই সিরিজের ফোনই ভারতের প্রথম ‘কালার চেঞ্জিং’ ফোন হতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলের রঙ সূর্যের আলোয় বা অতি বেগুনি রশ্মির প্রভাবে পরিবর্তিত হতে পারে। ভিভো ইন্ডিয়া টুইটে যে টিজার ভিডিয়ো শেয়ার করেছে সেখানে দেখা গিয়েছে যে ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশের রঙ আলোর সঙ্গে সঙ্গে সোনালি থেকে সবুজে পরিণত হচ্ছে। ভিভো ভি২৩ ৫জি সিরিজে কোন ফোন রিলিজ হবে, সংস্থা তা সঠিক ভাবে না জানালেও ভিভো ভি২৩ ৫জি বেস ভ্যানিলা মডেল এবং ভিভো ভি২৩ প্রো ৫জি, এই দুই ফোনই যে ভারতে উপলব্ধ হবে তা নিশ্চিত।

ভিভো ভি২৩ ৫জি এবং ভিভো ভি২৩ প্রো ৫জি, এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো একনজরে দেখে নিন

ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোন সিরিজের মাইক্রোসাইটে বলা হয়েছে ভিভো ভি২৩ প্রো ৫জি ফোনে থাকতে পারে একটি আলট্রা স্লিম থ্রিডি কার্ভড ডিসপ্লে। অন্যদিকে ভ্যানিলা ভিভো ভি২৩ ৫জি ফোনে থাকতে পারে একটি মেটাল বা ধাতব ফ্ল্যাট ফ্রেম যা গ্রাহককে আইফোন ১৩- র কথা মনে করাবে। এছাড়াও বলা হয়েছে এই দুই স্মার্টফোনে মিডিয়াটেক Dimensity ১২০০ ৫জি প্রসেসর থাকতে পারে। এই প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং তার সঙ্গে থাকতে পারে ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম।

ভিভো ভি২৩ ৫জি সিরিজের ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ম্যাক্রো সেনসর থাকতে পারে। তাছাড়াও এই সিরিজের ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে বলে শোনা গিয়েছে। এখানেও একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং নাইট মোড সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন- Huawei P50 Pocket: পকেট ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এল হুয়াওয়ে, দাম ও ফিচার্স জেনে নিন