ওয়ানপ্লাসের নর্ড ২ ফোন যে লঞ্চ হবে সে কথা অনেক আগেই জানিয়েছিল সংস্থা। এবার প্রকাশ্যে এল এই ফোনের সম্ভাব্য লঞ্চের দিন। শোনা যাচ্ছে, আগামী ২৪ জুলাই গ্লোবাল মার্কেটে ডেবিউ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ২। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। সেখান থেকেই জানা গিয়েছে, এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও থাকতে পারে একটি MediaTek Dimensity ১২০০ প্রসেসর। শোনা গিয়েছে, এই সবকিছুর পাশাপাশি ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১- র সাহায্যে।
টিপস্টার মুকুল শর্মা আবার টুইট করে বলেছেন, জুলাই মাসের শেষ ১০ দিনের মধ্যে ওয়ানপ্লাস নর্ড ২ ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্ভবত ২৪ জুলাই এই ফোন লঞ্চ হতে পারে। যদিও এই টিপস্টার ওয়ানপ্লাস নর্ড ২ ফোন কোথায় লঞ্চ হবে, অর্থাৎ ভারত বা অন্য কোথাও কিংবা গ্লোবাল মার্কেটে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি। তবে বিভিন্ন মাধ্যমের থেকে এ যাবৎ এটাই শোনা গিয়েছে যে, ২৪ জুলাই সম্ভবত ওয়ানপ্লাস নর্ড ২ ফোন গ্লোবাল মার্কেটেই লঞ্চ হবে।
ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের সম্ভাব্য কিছু ফিচার
আরও পড়ুন- Vivo Y72 5G: ১৫ জুলাই ভারতে লঞ্চ হতে পারে এই ফোন, দেখুন সম্ভাব্য ফিচার